সালাহদের শেষ সুযোগ, এগিয়ে কলম্বিয়া ও পোল্যান্ড
১৮ জুন ২০১৮ ২৩:৪৭
জাহিদ হাসান এমিলি
বেলজিয়ামের স্টার্টটা হয়েছে ফেভারিটদের মতোই। তাদেরকে হয়তো এ বিশ্বকাপের টপ ফাইভ ফেভারিট দল হিসেবে ধরা হয়নি, তবে বেলজিয়াম যদি এই বিশ্বকাপে ফাইনালে খেলে সেটাতে অঘটন বলা হবে না। কারণ দারুণ একটা দল এই বেলজিয়াম। তাদের বেশ কিছু বিশ্বমানের ফুটবলার আছে।
আরেকটা বিষয় হলো সব বড় দলগুলো এবারে বিশ্বকাপে শুরুতেই হোঁচট খেয়েছে। এদিক থেকে ফ্রান্স আর বেলজিয়াম কিন্তু দারুণ শুরু করেছে। যদিও দুর্বল পানামা। তবে, টুর্নামেন্টের শুরুটা ভালো হওয়া দরকার। সেটা করেছে হ্যাজার্ড-লুকাকুরা।
এ বিশ্বকাপের আগেও এই দলকে গোল্ডেন টিম হিসেবে বলা হয়েছে বেলজিয়ামকে। তাদের হাত ধরেই হয়তো কোনও চমক হতেও পারে। সেমি ফাইনালে যাওয়ার ভালো সুযোগ আছে।
এদিকে মঙ্গলবার (১৯ জুন) আয়োজক দল রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে মিশর। উরুগুয়ের বিপক্ষে সালাহ ছাড়াই যেভাবে খেলেছে মিশর তাতে এ ম্যাচে রাশিয়াকে চমক দিতে পারে আফ্রিকার দেশটি। আর সালাহ থাকলে ম্যাচ ঘুরেও যেতে পারে। তবে, ছেড়ে দিবে না রাশিয়াও। কারণ এ দলটাকে যেমন ধরা হচ্ছিল তার উল্টোটাই উপহার দিয়েছে ভক্তদের। সৌদি আরবকে উড়িয়ে দিয়ে প্রমাণ করেছে এবার অন্তত নক আউট পর্ব নিশ্চিত করতে চায় তারা। সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে তাদের। তাই মিশরের সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে রাশিয়া। হয়তো ডিফেন্সিভ খেলার চেষ্টা করবে একটু সালাহ থাকলে। তবে, দুই দলের জন্য ওপেন থাকবে।
সালাহ পুরো ফিট থেকে খেলতে পারে তাহলে হয়তো ভিন্ন কিছুও হতে পারে। যেহেতু এটা শেষ বড় সুযোগ মিশরের। কারণ উরুগুয়ের বিপক্ষে তিন পয়েন্ট খুঁইয়েছে সালাহর দল।
গতবার কলম্বিয়া যেভাবে খেলেছে এবার হয়তো ভালো খেলবে আশা করা যায়। জাপানের বিপক্ষে হয়তো ম্যাচ বের করে নিবে হামেজ রুদ্রিগেজরা। আমার কাছে মনে হয় এশিয়ার দেশটি থেকে এগিয়ে থাকবে কলম্বিয়া। বড় মঞ্চে কলম্বিয়া ভালো করবে।
আরেকটি ম্যাচে পোল্যান্ড আর সেনেগাল মুখোমুখি করবে। আমি পোল্যান্ডকে এগিয়ে রাখবো। কয়েকবছর ধরে তারা ভালো ফুটবল খেলছে। বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ানডোস্কি আছে এই দলে। অন্যদিকে লিভারপুলের সাদিও মানেও আছে সেনেগালের। তবে, এ ম্যাচে এগিয়ে থাকবে পোল্যান্ড।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক