Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিবির স্ট্যান্ডিং কমিটি গঠন, ক্রিকেট অপারেশন্সে ফাহিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২১:৪৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১০:১২

নতুন বোর্ডের অধিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন কার্যকরী কমিটি কেন গঠন করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ বারবার স্ট্যান্ডিং কমিটি গঠনের কথা বললেও সেটা এতোদিনে হয়নি। আজ অবশেষে স্ট্যান্ডিং কমিটি গঠন করল বিসিবি। যাতে বহুল আলোচিত ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।

শনিবার (২৫ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড মিটিং করেছে বিসিবি পরিচালকরা। মিটিংয়ে স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করা হয়। নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট অপারেশন্স ছাড়াও অন্য কমিটিরও প্রধানের দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া নিয়ে ‘কাড়াকাড়ি’র খবর বেরিয়েছিল। জানা যাচ্ছিল, খুব করেই এই দায়িত্ব পেতে চাইছেন নাজমুল আবেদিন ফাহিম এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক ও পরিচালক একজন। কিন্তু এই পদ না পেলে পদত্যাগের হুমকি দেন ফাহিম। শেষ পর্যন্ত তাকেই বেছে নেওয়া হয়েছে ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে।

বোর্ডের স্ট্যান্ডিং কমিটি মোট ২৩টি। তার মধ্যে আজ ২১টি কমিটির প্রধানের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৪ দিনের মধ্যে ২১ কমিটির প্রধানকে কমিটি পূর্ণাঙ্গ করার বার্তা দেওয়া হয়েছে।

তিনজন একই ব্যক্তি সর্বোচ্চ তিনটি কমিটির প্রধান হয়েছেন। পাঁচজন পেয়েছেন একাধিক কমিটির দায়িত্ব। সাবেক অধিনায়ক আকরাম খান, ফাহিম সিনহা ও মাহবুব আনাম তিনটি করে কমিটির দায়িত্ব পেয়েছেন। নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার রহমানসহ পাঁচজন একাধিক কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখার রহমান মিঠু।

বিজ্ঞাপন

বিসিবির নতুন কার্যকরী কমিটিতে কে কেনা দায়িত্বেঃ

ক্রিকেট অপারেশন্স – নাজমুল আবেদীন

ফাইন্যান্স কমিটি – ফাহিম সিনহা

ডিসিপ্লিনারি কমিটি – সাইফুল আলম স্বপন চৌধুরি

গেম ডেভেলপমেন্ট কমিটি – ফাহিম সিনহা

টুর্নামেন্ট কমিটি – আকরাম খান

এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি – সাইফুল আলম স্বপন চৌধুরি

গ্রাউন্ডস কমিটি – মাহবুব আনাম

ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটি – আকরাম খান

আম্পায়ারস কমিটি – ইফতেখার রহমান

মার্কেটিং ও কমার্শিয়াল – ফারুক আহমেদ

মেডিকেল কমিটি – মোহাম্মদ মনজুর আলম

টেন্ডার ও পারচেস কমিটি – মাহবুব আনাম

মিডিয়া ও কমিউনিকেশন কমিটি – ইফতেখার রহমান

অডিট কমিটি – মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি

নারী ক্রিকেট কমিটি – নাজমুল আবেদীন

লজিস্টিকস ও প্রটোকল – ফাহিম সিনহা

সিসিডিএম কমিটি – মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরি

ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটি – আকরাম খান

হাই পারফরম্যান্স কমিটি – মাহবুব আনাম

বাংলাদেশ টাইগার্স – কাজী এনাম

ওয়েলফেয়ার কমিটি – মোহাম্মদ মনজুর আলম

সারাবাংলা/এসএইচএস

বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর