Sunday 26 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটি ভাষায় অভিষেকের কথা জানালেন হামজা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৫ ২১:৫৭

হামজা চৌধুরী

হামজা চৌধুরী- বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত নাম। বহু কাঠখড় পুড়িয়ে বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমতি পেয়েছেন লেস্টার সিটির এই বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার। কিন্তু কবে তাকে দেখা যাবে বাংলাদেশ দলের জার্সিতে? উত্তর জানালেন এই ফুটবলার নিজের মুখেই, তাও সিলেটি ভাষায়।

অবশ্য বাফুফে সূত্রে জানা গিয়েছিল, এশিয়ান কাপ বাছাইপর্বে হামজার অভিষেক হতে পারে বাংলাদেশের জার্সিতে। তবে সময়টা নিশ্চিত করে জানায়নি বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তবে  ইংল্যান্ডের লেস্টার অনুষ্ঠিত এক  অনুষ্ঠানে ব্রিটিশ-বাংলাদেশি ইউটিউব চ্যানেল ‘হাওয়া টিভি’-কে দেয়া সাক্ষাৎকারে হামজা সিলেটি ভাষায় বলেন, ‘জি জি জি, মার্চ ইনশাল্লাহ ফার্স্ট গেম, আমি গিয়া সব স্কোয়াডরে মিট করমু, মার্চো, অ্যান্ড ইনশাল্লাহ সাক্সেসফুল হইমু আমরা সব।’

বিজ্ঞাপন

এর সাথে বাংলাদেশের হয়ে সুযোগ পাওয়া নিয়ে ধন্যবাদ জানিয়ে হামজা বলেন, ‘আন্তর্জাতিক ফুটবলে খেলার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। বাংলাদেশ আমাকে সেই সুযোগটা করে দিয়েছে। ইনশাআল্লাহ, আমি দেশের জন্য সফল হতে পারব।’

সারাবাংলা/জেটি

বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর