Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ উইকেটে বিপিএল রেকর্ড নবীর

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৫

মোহাম্মদ নবী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দীর্ঘ এক ক্যারিয়ার মোহাম্মদ নবীর । ২০১৩ সাল থেকে নিয়মিতই বিভিন্ন দলের জার্সিতে বিপিএলে খেলে আসছেন এই আফগান অলরাউন্ডার। এবারের বিপিএলে খেলছেন ফরচুন বরিশালের হয়ে। আজ (শনিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে নিয়েছেন দুই উইকেট। এতে গড়েছেন বিদেশি বোলার হিসেবে বিপিএলে সর্বোচ্চ উইকেট নেয়ার কীর্তি।

৬৫ ম্যাচে ৭২ উইকেট নিয়ে সিলেটের বিপক্ষে আজকের ম্যাচ খেলতে নামেন নবী। টস জিতে ব্যাট করতে নামা সিলেট প্রথম উইকেটও হারায় নবীর বলেই। জর্জ মান্সি ফেরেন তার বলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে। এরপর আহসান ভাট্টিকে আউট করে হন বিপিএলের সর্বোচ্চ উইকেট নেয়া বিদেশি বোলার। ৬৬ ম্যাচ শেষে নবীর সংগ্রহ এখন ৭৪ উইকেট।

বিজ্ঞাপন

এই রেকর্ডের পথে নবী পেছনে ফেলেছেন শ্রীলংকান অলরাউন্ডার থিসারা পেরেরাকে। ৭৩ উইকেট নেয়া এই অলরাউন্ডারএবার খেলছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে। তার হাতে এই মৌসুমে গ্রুপ পর্বের বাকি আছে আর দুই ম্যাচ। সেই দুই ম্যাচে আরও কিছু উইকেট পেলেও নবীর সামনে সুযোগ থাকবে উইকেট সংখ্যা বাড়িয়ে নেয়ার, কারণ সিলেটকে হারিয়ে আজ প্লে অফ নিশ্চিত করেছেন বরিশাল।

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

ঢাকার বাতাস ফের দূষিত
৩১ আগস্ট ২০২৫ ১১:১২

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৩১ আগস্ট ২০২৫ ১০:৪১

আরো

সম্পর্কিত খবর