Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘লে ঘিরে লে’- চেক হাতে রাজশাহীর ক্রিকেটারদের উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

বিজয়ের সেলফিতে রাজশাহীর স্থানীয় ক্রিকেটাররা

বিপিএলের এবারের আসরের সিলেট পর্ব থেকে পারিশ্রমিকি ইস্যুতে আলোচনায় নবাগত দল দুর্বার রাজশাহী। নিয়মানুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে ৫০% পারিশ্রমিক পাওয়ার কথা থাকলেও চট্টগ্রাম পর্ব শুরুর আগেও সেটা পাননি রাজশাহীর ক্রিকেটাররা। ফলস্বরূপ চট্টগ্রাম পর্বে অনুশীলন বয়কট করেন তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়রা। এমনকি ম্যাচ না খেলার হুমকিও তারা দিয়েছিলেন।

তবে আজ (শনিবার) রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগে বকেয়া পারিশ্রমিকের চেক বুঝে পেয়েছেন রাজশাহীর ক্রিকেটাররা। দল বেধে খামবন্দী ব্যাংক চেক হাতে নিয়ে সেলফি তুলেছেন বিজয়-জিশান-শফিউলরা। সেই ছবির ক্যাপশনে বিজয় সবাইকে আশ্বস্ত করে লেখেন, ‘All is well, লে ঘিরে লে!’

বিজ্ঞাপন

কিন্তু সেই ছবিতে রাজশাহীর স্কোয়াডের কোনো বিদেশি ক্রিকেটারকে দেখা যায়নি। এমনকি টিম বাসে করে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের জন্য মাঠেও আসেননি কোনো বিদেশি ক্রিকেটার। টসের সময় রাজশাহী অধিনায়ক তাসকিন আহমেদও জানিয়েছেন একাদশেও নেই কোনো বিদেশি।

গতকাল বিসিবি পরিচালকদের ১৭তম সভা শেষে বিসিবি পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম জানান,  বিপিএল গভর্নিং কাউন্সিল ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে আলোচনা করবেন তারা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই বিষয়ের সুরাহার আল্টিমেটামও তারা ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় রাজশাহীর ক্রিকেটাররা বুঝে পেলেন পারিশ্রমিকের একাংশ।

সারাবাংলা/জেটি

এনামুল হক বিজয় দুর্বার রাজশাহী বিপিএল ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর