সৌদি খেলোয়াড়দের বহনকারী বিমানে আগুন (ভিডিও)
১৯ জুন ২০১৮ ১২:৫৭ | আপডেট: ১৯ জুন ২০১৮ ১৩:৪৮
সারাবাংলা ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমেছিল সৌদি আরব। আয়োজক দেশটির বিপক্ষে মাঠে নেমে ২১তম বিশ্বকাপের মিশনটি ভালো হয়নি সৌদির। নিজেদের গ্রুপ পর্বে প্রথম ম্যাচে রাশিয়ানদের বিপক্ষে ৫-০ গোলে উড়ে গিয়েছিল আরব দেশটি। অপেক্ষায় উরুগুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলার। কাভানি-সুয়ারেজদের উরুগুয়ে নিজেদের প্রথম ম্যাচে মিশরকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে।
বুধবার (২০ জুন) বাংলাদেশ সময় রাত ৯টায় রুস্তোভ অন দনে মাঠে নামবে উরুগুয়ে-সৌদি আরব। প্রথম ম্যাচ হেরে টালমাটাল সৌদি তার আগে বড় বিপদ থেকে বেঁচে ফিরেছে। লুজনিকি স্টেডিয়ামে প্রথম ম্যাচ খেলা সৌদি উরুগুয়ের বিপক্ষে খেলতে সেখান থেকে রুস্তভে যাত্রা করে। তাদের বহন করা বিমানটিতে ত্রুটি ধরা পড়ে। আর বিমানবন্দরে নামার সময় বিমানটির ডানায় আগুন ধরে যায়।
সৌদির খেলোয়াড়রা এই আগুনের ভিডিও করেন। তবে, এ ঘটনায় কোনো খেলোয়াড়, কোচিং স্টাফ এবং বিমানে থাকা বাকিরা আহত হননি। কোনো সমস্যা ছাড়াই বিমানটি অবতরণ করে।
১৯৯৪ থেকে টানা চার বিশ্বকাপে সৌদি আরব ছিল নিয়মিত। এরপর এক যুগ বিরতির পর সৌদি আরব আবার ফিরছে বিশ্বকাপে। তবে, প্রথম ম্যাচে যেভাবে হেরেছে তাতে বাকি বিশ্বকাপে কতটুকু কী করতে পারবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। মাত্র গত ডিসেম্বরে দায়িত্ব নিয়েছেন নতুন কোচ হুয়ান আন্তোনিও পিজ্জি, এই সময়ে কতটা কী করতে পারেন সেটা নিয়েও আছে সংশয়।
সৌদি আরবের মূল সমস্যা খেলোয়াড়দের বাইরের লিগে খেলার অভিজ্ঞতার অভাব। কমবেশি সবাই খেলেন ঘরোয়া লিগে। সেই ঘাটতি মেটাতে গত জানুয়ারিতে বেশ কয়েকজন খেলোয়াড়কে লা লিগার বিভিন্ন ক্লাবের হয়ে খেলানোর ব্যবস্থা করেছিল সৌদি ফেডারেশন। কিন্তু কেউই তেমন একটা মাঠে নামার সুযোগ পাননি।
বিশ্বকাপে চারবার অংশ নেওয়া সৌদি প্রথম অংশ নেয় ১৯৯৪ সালে, সর্বশেষ অংশ নিয়েছিল ২০০৬ সালে। প্রথমবার অংশ নিয়ে শেষ ষোলোতে খেলাই বিশ্ব মঞ্চে তাদের সেরা সাফল্য।
সারাবাংলা/এমআরপি