Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় হারে সিরিজ শুরু বাংলাদেশের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৫:২৬

৮ উইকেটের হারে সিরিজ শুরু বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজের ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে সরাসরি আগামী নারী বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ হারিয়েছে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠেয় আসন্ন নারী বিশ্বকাপে খেলতে চাইলে পাড়ি দিতে হবে বাছাই পর্ব। সেই সুযোগ হাতছাড়ার পর ক্যারিবিয়ানিদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও আজ (মঙ্গলবার) নিগার সুলতানা জ্যোতিরা শুরু করলেন হার দিয়ে। উইন্ডিজকে ১৪৫ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ ম্যাচ হেরেছে ৮ উইকেটে।

সেন্ট কিটসে টসে জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক জ্যোতির ফিফটির সাথে শারমিন সুপ্তার ৩৭ রানের ইনিংসে ৩ উইকেটে ১৪৪ রান তোলে বাংলাদেশ। রান তাড়ায় নেমে তেমন কোনো বেগই পোহাতে হয়নি উইন্ডিজের। অধিনায়ক হেইলি ম্যাথিউজ আর ডিয়েন্ড্রো ডটিনের ঝড়ো ফিফটিতে ১৯ বল হাতে রেখেই পেরিয়ে যায় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

বাংলাদেশের বোলারদের মধ্যে সাফল্য পেয়েছেন কেবল ফাহিমা খাতুন। ওপেনার কিয়ানা জোসেফের পর নিয়েছেন শিমাইন ক্যাম্পবেলের উইকেট। ৭৩ রানে দুই উইকেট হারানো উইন্ডিজের হয়ে বাকি কাজটা সেরেছেন ম্যাথিউজ আর ডটিন মিলে। ম্যাথিউজ রয়েসয়ে খেললেও অপেক্ষা করতে চাচ্ছিলেন না ডটিন। ম্যাথিউজ ৫৪ বলে ৫০ রান করলেও, ডটিন মাত্র ২২ বলে ৫১ রান করেন ডটিন।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৪৩ রানের মধ্যেই আউট হন ওপেনার দিলারা ও সোবহানা মোস্তারি। তৃতীয় উইকেটে ৮৩ রানের জুটি গড়েন জ্যোতি-সুপ্তা। সুপ্তা ৩৭ রানে ফিরলেও অধিনায়ক জ্যোতি অপরাজিত ছিলেন ৪০ বলে ৫৩ রান করে। নবম টি-টোয়েন্ট ফিফটি জ্যোতি সাজিয়েছেন পাঁচটি চার ও দুটি ছক্কায়।

সারাবাংলা/জেটি