বড়রা না পারলেও ছোটদের উইন্ডিজ বধ
২৮ জানুয়ারি ২০২৫ ১৬:২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিগার সুলতানা জ্যোতিরা না পারলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ক্রিকেটাররা ঠিকই হারিয়েছেন উইন্ডিজকে। আজ (মঙ্গলবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ক্যারিবিয়ান তরুণীদের ১০ উইকেটে হারিয়ে চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করলেন বাংলাদেশের তরুণীরা।
সুপার সিক্সের বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৩ ওভারে। নির্ধারিত ওভার ব্যাট করে ৬ উইকেটে ৫৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ফাহমিদা ছোঁয়ার ১৪* ও জুয়াইরিয়া ফেরদৌসের ২৫* রানের ইনিংসে ছোট সেই লক্ষ্য ৮.৫ ওভারে টপকে গেছে বাংলাদেশ।
এর আগে দুর্দান্ত বোলিংয়ে উইন্ডিজকে চাপে রাখেন নিশিতা আক্তার নিশি। তিন ওভার বল করে মাত্র ১১ রান দিয়ে তিন উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। আনিসা সোবাও নেন ১২ রানে দুই উইকেট। ক্যারিবিয়ানদের হয়ে সর্ব্বোচ্চ ১৬ রানের ইনিংস খেলেন অমৃতা রামাতহাল।
ভারতের বিপক্ষে আগের ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে খুব একটা খারাপ করেনি দল হিসেবে। গ্রুপ পর্ব ও সুপার সিক্স মিলিয়ে পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে আর হেরেছে দুটিতে।
সারাবাংলা/জেটি
অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল বিসিবি