Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঠে নামতে না চাওয়ায় দেশে ফেরত


১৯ জুন ২০১৮ ১৩:৪৩

সারাবাংলা ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ান দল থেকে বাদ পড়লেন নিকোলা কালিনিচ! কোচের বলার পরও বদলি হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানানোয় দল থেকে বাদ দেওয়া হয়েছে ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারকে। বিশ্বকাপ দল থেকে ছাঁটাই করে দেশেই পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে।

ঘটনাটা গত ১৬ জুনের। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। টানা চতুর্থ আন্তর্জাতিক ম্যাচে কালিনিচকে বেঞ্চে রেখে একাদশ সাজিয়েছিলেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাটকো দালিচ।

ম্যাচের ৮৫তম মিনিটে কোচ দালিচ কালিনিচকে মাঠে নামতে বলার পরও তিনি সাইড বেঞ্চে বসে থাকেন। এসি মিলান তারকা সে সময় মাঠে নামতে অস্বীকৃতি জানান। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট বাকি থাকতে আবারো কালিনিচকে বদলি হিসেবে নামাতে চেয়েছিলেন ক্রোয়েশিয়ার কোচ। তবে, সেবারও কোচের নির্দেশ মানতে অস্বীকৃতি জানান তিনি।


পরে মারিও মানজুকিচের বদলি হিসেবে মার্কো জাকাকে মাঠে নামান অসন্তুষ্ট দালিচ। নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় ক্রোয়েশিয়ানরা। ম্যাচ শেষে বেরিয়ে আসে এই ঘটনা। ক্রোয়েশিয়ান মিডিয়ার মতে, পিঠে সমস্যার কারণ দেখিয়ে কালিনিচ মাঠে নামতে চাননি। তবে, কালিনিচ মাঠে না নামার কারণেই ক্রোয়েশিয়ান কোচ বেজায় চটেন।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

ভারতের ভিসা পেলেন না পরীমণি
১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৫৬

আরো

সম্পর্কিত খবর