Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ল বিপিএলের প্রাইজমানি, কে কত পাচ্ছে?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১৫:৩২

প্রাইজমানি বেড়েছে এবারের বিপিএলে

দেখতে দেখতে শেষদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরের গ্রুপ পর্ব। বাকি আছে আর দুটি ম্যাচ ডে, অবশ্য এখনও নিশ্চিত হয়নি প্লে অফের চার দল। তবে প্লে অফের আগেই বিপিএলের প্রাইজমানি বাড়িয়েছে বিসিবি। চ্যাম্পিয়ন ও রানার আপ দলের প্রাইজমানি তো বেড়েছেই, প্রথমবারের মতো প্রাইজমানি পেতে যাচ্ছে প্লে অফে ওঠা দলও।

এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ২ কোটি ৫০ লাখ টাকা পুরস্কার। যা এতদিন ছিল ২ কোটি টাকা। রানার আপ দলের প্রাইজমানিও একই পরিমাণ বেড়েছে। গত আসরে ১ কোটি পেলেও এবার রানার আপ দলের জন্য বরাদ্দ হয়েছে ১ কোটি ৫০ লাখ টাকা।

বিজ্ঞাপন

এছাড়া প্রথমবারের মতো অর্থ পুরস্কার পাবে টুর্নামেন্টের তৃতীয় ও চতুর্থ দল। দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল হারবে তারা পাবে ৬০ লাখ টাকা। প্লে অফের এলিমিনেটরে হেরে বাদ পড়া দলের জন্য থাকছে ৪০ লাখ টাকা।

আগামী ০১লা ফেব্রুয়ারি শেষ হচ্ছে বিপিএলের গ্রুপ পর্বের খেলা। প্লে অফ শুরু হচ্ছে ০৩ ফেব্রুয়ারি। একইদিনে এলিমিনেটরের পর অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ০৫ ফেব্রুয়ারি, ফাইনাল অনুষ্ঠিত হবে ০৭ ফেব্রুয়ারি।

সারাবাংলা/জেটি

প্রাইজমানি বিপিএল ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর