Tuesday 16 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির বর্ষসেরা তালিকায় ভারতের দাপট

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫ ১৬:৩০

বর্ষসেরা তালিকায় ভারতের দাপট

২০২৪ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি।গণমাধ্যম প্রতিনিধি, আইসিসির ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত হয়েছেন বর্ষসেরা পুরুষ, নারী ও উদীয়মান ক্রিকেটাররা। এজ নজরে দেখে নিন তাদের-

স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি (বর্ষসেরা পুরুষ ক্রিকেটার)

জাসপ্রিত বুমরাহ (ভারত)

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার (পুরুষ)

জাসপ্রিত বুমরাহ (ভারত)

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার (পুরুষ)

আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান)

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (পুরুষ)

আর্শদীপ সিং (ভারত)

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার (পুরুষ)

বিজ্ঞাপন

কামিন্দু মেন্ডিস (শ্রীলংকা)

বর্ষসেরা সহযোগী সদস্য ক্রিকেটার (পুরুষ)

গেরহার্ড এরাসমাস (নামিবিয়া)

র‍্যাচেল হ্যায়হয় ট্রফি (বর্ষসেরা নারী ক্রিকেটার)

মেলি কার (নিউজিল্যান্ড)

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার (নারী)

স্মৃতি মান্দানা (ভারত)

বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার (নারী)

মেলি কার (নিউজিল্যান্ড)

বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার (নারী)

আন্নেরি ডার্কসেন (দক্ষিণ আফ্রিকা)

বর্ষসেরা সহযোগী সদস্য ক্রিকেটার (নারী)

এশা ওঝা (সংযুক্ত আরব আমিরাত)

বর্ষসেরা আম্পায়ার

রিচার্ড ইলিংওর্থ

সারাবাংলা/জেটি

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর