নাইজেরিয়া অভিজ্ঞ, আর্জেন্টিনার সামনে বড় বিপদ: ম্যারাডোনা
১৯ জুন ২০১৮ ১৫:২৩
সারাবাংলা ডেস্ক ।।
আইসল্যান্ডের বিপক্ষে ড্র করে পয়েন্ট খোয়ানো আর্জেন্টিনার সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। দুইবারের বিশ্বকাপ জয়ী দেশটি যদি এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, তাহলে দেশে ফিরতে পারবেন না কোচ জর্জ সাম্পাওলি-এমন হুশিয়ারিও দিয়েছেন জাতীয় দলের সাবেক কোচ ম্যারাডোনা।
সাম্পাওলির ফরমেশন বাজে ছিল জানিয়ে ম্যারাডোনা বলেন, সে যে ফরমেশনে ছেলেদের খেলিয়েছে, সেটা মোটেই সঠিক ছিল না। যদি এভাবে সে চালিয়ে যেতে থাকে, গ্রুপ পর্ব থেকেই আর্জেন্টিনাকে বিদায় নিতে হবে। এমনটা হলে তাকে আর দেশে ফিরতে হবে না। আমি তো মনে করি আইসল্যান্ডের বিপক্ষে পয়েন্ট হারানোয় আর্জেন্টিনাকে আরও বড় বিপদের সামনে পড়তে হবে।
গত বছরের নভেম্বরে রাশিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ২-০ গোলে এগিয়ে থাকলেও পরে ৪-২ গোলে হেরেছিল আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর আগামী ২৬ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে মেসি বাহিনী।
১৯৮৬‘র বিশ্বকাপ জয়ী তারকা আরও বলেন, নাইজেরিয়া দারুণ অভিজ্ঞ দল। তারা জানে কিভাবে কাউন্টার অ্যাটাক করতে হয় আর কিভাবে সেখান থেকে গোল আদায় করতে হয়। নাইজেরিয়ার বিপক্ষে সাম্পাওলির গেম প্ল্যান কি, সেটা জানি না। তবে, নাইজেরিয়ানদের বিপক্ষে বড় পরীক্ষাই দিতে হবে তার শিষ্যদের।
সারাবাংলা/এমআরপি