Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপত্তা বলয় ভেঙে মাঠে মিরাজের ভক্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ১৬:৪২ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৬:৪৪

মাঠে ঢুকে পড়েন মিরাজের এক ভক্ত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সের দেয়া ২২১ রানের লক্ষ্যে ব্যাট করছে রংপুর রাইডার্সের। চলছে ইনিংসের ১১তম ওভারের খেলা। শেষ বলে স্ট্রাইকে ছিলেন শেখ মাহেদী হাসান, বোলিংয়ে আবু হায়দার রনি। কিন্তু সেই বল হওয়ার আগেই দেখা গেল প্রাণপণে ছুটে মাঠে ঢুকছেন এক দর্শক। তার পেছনে ছুটছিলেন বিসিবির একাধিক নিরাপত্তাকর্মী-সহ পুলিশ সদস্যরা।

স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড থেকে ছুটে আসা সেই দর্শক সরাসরি ছুটে যাচ্ছিলেন খুলনা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দিকে। আচমকা এই ঘটনায় মিড অফে দাঁড়িয়ে থাকা মিরাজ বেশ অপ্রস্তুতই হয়ে পড়েন। সেই ভক্ত তাকে জড়িয়ে ধরতে এগিয়ে এলেও কয়েক পা পিছিয়ে যান তিনি।

বিজ্ঞাপন

সাথেসাথেই অবশ্য মাঠের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা সেই দর্শককে নিয়ে যান বাইরে। প্রায় মিনিটখানেক বন্ধ থাকার পর শুরু হয় খেলা।

সারাবাংলা/জেটি

খুলনা টাইগার্স বিপিএল ২০২৫ মেহেদী হাসান মিরাজ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর