রংপুরের টানা চার হারে জমে উঠেছে বিপিএল
৩০ জানুয়ারি ২০২৫ ১৮:৫২ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৯:৪২
রংপুর রাইডার্সের হঠাৎ কী যেন হলো! টুর্নামেন্টের শুরু থেকে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠা দলটা হঠাৎ যেন ভেঙে পড়ল! টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর। কিন্তু তারপর হারল টানা ৪ ম্যাচ! আজ খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে টানা চার হারের তেতো স্বাদ পেতে হলো রংপুরকে।
এদিকে, আজ রংপুরের টানা চার হার ও খুলনার জয়ে জমে উঠে একাদশ বিপিএলের পয়েন্ট টেবিল। এতোদিন উড়তে থাকা নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স শেষ পর্যন্ত কোয়ালিফায়ার খেলতে পারে কিনা তা নিয়েও এখন শঙ্কা।
রংপুর লিগ পর্বের ১২ ম্যাচ খেলে ফেলেছে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে দলটি। তিনে থাকা চিটাকং কিংসের পয়েন্ট ১২। বন্দর নগরির দলটির ম্যাচ বাকি আছে দুটি। ফলে বাকি দুই ম্যাচ জিতলে চিটাগংয়ের পয়েন্টও হবে ১৬। তবে চিটাগং রান রেটের দিক দিয়ে অনেকটাই এগিয়ে। সে হিসেবে চিটাগং দুই ম্যাচ জিতলে টেবিলের তিন নম্বরে নেমে যেতে পারে রংপুর। সেক্ষেত্রে কোয়ালিফায়ার আর খেলা হবে না রংপুরের। খেলতে হবে এলিমিনেটর ম্যাচ।
আজকের জয়ে খুলনার প্লে-অফের সম্ভবনা টিকে থাকল। আজ হারলে সরাসরিই বাদ পরে যেত মেহেদি হাসান মিরাজের দল। খুলনা তাদের শেষ ম্যাচটা জিতলে পয়েন্ট হবে ১২ ম্যাচ ১০। অপর দিকে ১২ ম্যাচ খেলে ফেলা দুর্বার রাজশাহীর পয়েন্টও ১২। তবে রাজশাহী -১.০৩০ রান রেটে পিছিয়ে। ফলে খুলনা তাদের শেষ ম্যাচ জিতলে রাজশাহীকে পেছনে ফেলে উঠে যাবে প্লে-অফে। খুলনা তাদের পরবর্তী ম্যাচটা খেলবে রংপুরের বিপক্ষে।
পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা চিটাগং কিংসের পয়েন্ট এখন ১২। তাদের ম্যাচ বাকি আছে দুটি। এই দুই ম্যাচের মধ্যে একটা জিতলেই সরাসরি প্লে-অফে উঠে যাবে দলটি। তবে দুটি হারলেও সুযোগ থাকবে বন্দরনগরীর দলটির। সেক্ষেত্রে রান রেটের হিসেব হবে দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্সের সঙ্গে।
দুর্বার রাজশাহীও প্লে-অফে যেতে পারে। নিজেদের ১২ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ১২ নম্বরেই আছে রাজশাহী। খুলনা তাদের শেষ ম্যাচটা হারলে রাজশাহীই যাবে প্লে-অফে। তবে খুলনা জিতলে রান রেটের হিসেব কষতে হবে রাজশাহীকে।
বিপিএলের অপর দুই দল ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স প্লে-অফ থেকে ছিটকে গেছে আগেই।
সারাবাংলা/এসএইচএস