মোটা হয়ে যাবেন পগবারা?
১৯ জুন ২০১৮ ১৭:০০
বিশ্বকাপ মানে শুধু মাঠে তো নয়, মাঠের বাইরেও সবকিছু থাকে সুশৃঙ্খল। খাওয়া দাওয়ারও দিকে থাকে বাড়তি নজর। প্রতিটি দলই নিজেদের রাঁধুনি নিয়ে এসেছে সঙ্গে করে, অনেক দল নিয়ে এসেছে খাবারও। তবে রাশিয়ার এক পনির বিক্রেতা দাবি করেছেন, ফ্রান্স দল যে পরিমাণ পনির চেয়েছে তাতে তারা মোটাও হয়ে যেতে পারে খুব শিগগির!
রাশিয়াতে আসার পর ইস্ট্রাতে ঘাঁটি গেড়েছে ফ্রান্স। সেখানে স্থানীয় এক পনির বিক্রেতা বলেছেন, ‘ওরা কী পরিমাণ পনির চেয়েছে সেটা প্রথমে শুনে বেশ অবাক হয়েছি। এরকম খেলে তো ওটা মোটা হয়ে যাবে।’ ওই পনির বিক্রেতা বলেছেন, প্রতিদিন ১৪০ পট করে নাকি পনির লাগে ফ্রান্সের প্রতি খেলোয়াড়ের। যেটা স্বাভাবিকের তুলনায় একটু বেশিই।
ফ্রান্সের খাবার ও পথ্য বিষয়ক দায়িত্বটা নিয়েছেন গ্রেগরি দুপন্ট। লিলে ও গ্লাসগোর হয়ে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হিসেবে কাজ করেছেন দুপন্ট, খেলোয়াড়দের কী খাওয়া উচিত সেটাও তিনিই ঠিক করে দেন। তাহলে জেনেশুনেই পনির বেশি খেতে বলেছেন?
সারাবাংলা/ এএম