Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তাদের জীবন কঠিন করে তুলব’- বিপিএলে ফিক্সিং অভিযোগের প্রেক্ষিতে বিসিবি সভাপতি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩১

একাদশ বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে দেশের ক্রিকেটে তোলপাড় চলছে। এদিকে এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, কোনো ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হলে তার জীবন কঠিন করে তুলব।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এমন কথা বলেছেন বিসিবি সভাপতি। এবারের বিপিএলের শুরু থেকেই নানান অনিয়ম সামনে চলে আসছে। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু নিয়ে বারবার সমালোচনা উঠেছে। ফিক্সিংয়ের অভিযোগ এবারের বিপিএলকে আরও কলঙ্কিত করল।

বিজ্ঞাপন

বিসিবির দুর্নীতি দমন বিভাগ তদন্ত করছে ফিক্সিং ইস্যুটি নিয়ে। এদিকে, তদন্তের অংশ হিসেবে দুর্বার রাজশাহীর তারকা ব্যাটার এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ক্রিকবাজকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রোটোকল মেনে চলতে হয়। সে কারণে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারব না। পুরো তালিকা এবং যেসব ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেসব আমাদের নজরে আছে এবং সেসব নিয়ে তদন্ত হচ্ছে।’

কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বিসিবি সভাপতি বলেন, ‘যদি তদন্তে কোনো কিছু (প্রমাণ) বেরিয়ে আসে, এরপর যে কঠিন শাস্তি দেওয়া হবে সবাই জানেন। আমি যদি সেরকম কিছু পাই, তাদের জীবন কঠিন করে তুলব, আমি কারও অপরাধের ছাড় দেবো না। সিদ্ধান্ত একটাই আসবে এবং সেটি সবার জন্যই প্রযোজ্য হবে। সেটি হবে দৃষ্টান্তমূলক।’

ক্রিকবাজের প্রতিবেদনের বলা হয়েছে, ম্যাচ ফিক্সিংয়ের তদন্তের আওতায় নজরদারিতে আছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিরি হয়ে খেলা অন্তত ১০ ক্রিকেটার। এর মধ্যে ৬ জন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন।

বিজ্ঞাপন

সন্দেহজনক হিসেবে ধরা হচ্ছে ৮টি ম্যাচকে। ম্যাচগুলো হলো- ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী (৬ জানুয়ারি), রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস (৭ জানুয়ারি), ঢাকা-সিলেট স্ট্রাইকার্স (১০ জানুয়ারি), রাজশাহী-ঢাকা (১২ জানুয়ারি), চিটাগাং কিংস-সিলেট (১৩ জানুয়ারি), বরিশাল-খুলনা টাইগার্স (২২ জানুয়ারি) ও চিটাগাং-সিলেট (দুই ম্যাচ)।

সারাবাংলা/এসএইচএস

ফারুক আহমেদ বিপিএল ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

শেষ ম্যাচেও ব্যর্থ ঢাকার ব্যাটাররা
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২০

হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩০

আরো

সম্পর্কিত খবর