Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ ম্যাচেও ব্যর্থ ঢাকার ব্যাটাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২০ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৪

নন স্ট্রাইকে তানজিদ, বোলিংয়ে মিরাজ

ঢাকা ক্যাপিটালসের আর হারানোর কিছু নেই, টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে আগেই। এবারের বিপিএলে নিজেদের শেষ ম্যাচে ঢাকার প্রতিপক্ষ প্লে অফের দৌড়ে থাকা খুলনা টাইগার্স। খুলনার হাসান মাহমুদ-উইল বোসিস্টোদের দারুণ বোলিংয়ে শেষ ম্যাচেও ব্যর্থ ঢাকার ব্যাটাররা। ব্যতিক্রম কেবল তানজিদ হাসান তামিম। তার ফিফটিতে ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রানে থেমেছে ঢাকা।

অথচ টসে জিতে ব্যাট করতে নামা ঢাকার শুরুটা ছিল দুর্দান্ত। মেহেদী হাসান মিরাজের প্রথম শিকার হয়ে লিটন দাস ফিরলেও অন্য প্রান্তে তানজিদ রীতিমতো ঝড় তুলেছেন। পাওয়ারপ্লের মধ্যেই মেরেছেন ছয়টা ছক্কা! যারা প্রথম তিনটাই মেরেছেন প্রথম ওভারে নাসুম আহমেদকে। এরপর চতুর্থ ওভারের শেষ দুই বলে মেরেছেন টানা দুটো ছক্কা মেরেছেন পেসার মুশফিক হাসানকে।

বিজ্ঞাপন

পাওয়ারপ্লেতে ৫৯ রান তোলে ঢাকা, যার অর্ধেকের বেশিই এসেছে তানজিদের ব্যাট থেকে। ২৭ বলে ফিফটি তুলে নেন এই বাঁহাতি ওপেনার। তবে ফিফটির পর আর ইনিংস টেনে নিতে পারেননি তিনি। উইল বোসিস্টোর বলে জিয়াউর রহমানের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৫৮ রানে আউট হওয়া তানজিদ ইনিংস সাজিয়েছেন সাত ছক্কা ও একটি চারে।

তানজিদকে ফেরানোর আগেই অবশ্য বোস্টিস্ট সাফল্য পান ফারমানউল্লাহকে ফিরিয়ে। আজ দারুণ বল করেছেন এই অফস্পিনার। চার ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। হাসান মাহমুদও ছিলেন আজ আগুনে ছন্দে। মেইডেন ওভার দিয়ে শুরু, পরের তিন ওভার মিলিয়ে দিয়েছেন মাত্র পাঁচ রান, নিয়েছেন দুটো উইকেটও।

ঢাকার শেষ ভরসা হিসেবে টিকে ছিলেন সাব্বির রহমান। শেষদিকে ১৭ বলে ২০ রানের ইনিংসে দলের সংগ্রহ নিয়ে গেছেন একশ পেরিয়ে। হাবিবুর সোহান, থিসারা পেরেরা, রিয়াজ হাসানরা ফিরেছেন সিঙ্গেল ডিজিটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

খুলনা টাইগার্স ঢাকা ক্যাপিটালস তানজিদ হাসান তামিম বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

সেই রামদা জ্যোতি কারাগারে
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৬

দেশে ৩৮ ধরনের ক্যানসার রোগীর সন্ধান
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬

পর্দা উঠল অমর একুশে বইমেলার
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৪

আরো

সম্পর্কিত খবর