যে কারণে খুলনার সমান ম্যাচ জিতেও বাদ রাজশাহী
১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪১
বিপিএলের লেগ পর্বে দুই দলই খেলেছে ১২টি করে ম্যাচ। নবাগত দুর্বার রাজশাহী জিতেছে ৬ ম্যাচ, হেরেছেও ছয়টি। খুলনা টাইগার্সেরও একইরকম ফল। সমান ৬ জয়ে দুই দলেরই পয়েন্ট ১২। কিন্তু তবুও আজ (শুক্রবার) নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফে উঠেছে খুলনা। সমান ১২ পয়েন্ট নিয়েও কেন তাহলে প্লে অফে উঠতে পারেনি রাজশাহী?
হিসেবেটাও বেশ সহজ, নেট রান রেট। ১২ ম্যাচ শেষে দুর্বার রাজশাহীর নেট রান রেট ছিল -১.০৩০। খুলনার তাই জানা ছিল কমপক্ষে কত ব্যবধানে জিতলে নেট রান রেটে রাজশাহীর চেয়ে এগিয়ে থাকা যাবে। ঢাকাকে ১৯ বল হাতে রেখে হারানো খুলনার নেট রান রেট হয়েছে ০.১৮৪। অর্থাৎ নেট রান রেটের ব্যবধানে এগিয়ে থাকাতেই রাজশাহীকে সরিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠেছেন মিরাজরা। খুলনার এই জয়ের পর রাজশাহী নেমে গেছে পাঁচ নম্বরে।
রাজশাহীর আগেই অবশ্য টুর্নামেন্টের শেষ চার থেকে ছিটকে গেছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে ফরচুন বরিশাল, দুইয়ে রংপুর রাইডার্স ও তিনে চিটাগং কিংস।
সারাবাংলা/জেটি