সারাবাংলা ডেস্ক।।
ষষ্ঠ দিনে ১৫তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখল বিশ্বকাপ। গ্রুপ এইচে কলম্বিয়া-জাপান ম্যাচের ৩ মিনিটেই হলো সেই ঘটনা। শুরুতে দারুণ একটা শট ঠেকিয়ে দিয়েছিলেন কলম্বিয়া গোলরক্ষক ডেভিড অসপিনা। ফিরতি বলটা এসে পড়ে শিনজি কাগাওয়ার পায়ে, সেটা গোলেও যাচ্ছিল। কিন্তু হাত বাড়িয়ে তা ঠেকিয়ে দেন কলম্বিয়া মিডফিল্ডার কার্লোস সানচেজ। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখালেন রেফারি, প্রথম বারের মতো কাউকে মাঠ ছাড়তে হলো এই বিশ্বকাপে। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কাগাওয়া, জাপান এগিয়ে গেল ১-০ গোলে।
বিশ্বকাপের ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম রেড কার্ড। এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৫৪ সেকেন্ডের মাথায় লাল কার্ড দেখেছিলেন উরুগুয়ের হোসে আলবার্তো বাতিস্তা।
সারাবাংলা/ এএম