বিদেশ যাত্রায় বিজয়ের নিষেধাজ্ঞা, কিছুই জানে না বিসিবি
১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩১
বিপিএলে ফিক্সিং কাণ্ড নিয়ে কদিন ধরেই সরগরম বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। নির্দিষ্ট কিছু দলের আটটি ভিন্ন ম্যাচে আছে সন্দেহের তালিকায়। দেশি-বিদেশি মিলিয়ে বেশ কিছু ক্রিকেটার পড়েছেন আইসিসির দুর্নীতি দমন ইউনিটের সন্দেহের আতশকাঁচের নিচে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী তাদের মধ্যে অন্যতম একজন দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়।
আজ সকাল থেকেই জানা গেছে, ফিক্সিংয়ের সন্দেহভাজন হিসেবে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাচ্ছে, এমন কিছুই জানে না প্রতিষ্ঠানটি। আজ (শুক্রবার) সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে আনুষ্ঠানিক বিবৃতিতে বিজয়ের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের কোনো সিদ্ধান্ত তারা বা অ্যান্টি করাপশন ইউনিট নেয়নি।
সেই বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে উদ্বেগ প্রকাশ করছে। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার এনামুল হক বিজয় দুর্নীতি দমন আইন সম্পর্কিত আইনি জটিলতায় কারণে ‘দেশের বাইরে ভ্রমণ বা দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা’ জারি করা হয়েছে। বিসিবি স্পষ্ট করে বলতে চায়, জনাব এনামুলের ওপর এই ধরনের কোনো সিদ্ধান্ত আরোপিত হয়েছেন বলে বিসিবি অবগত নয়।’
দেশের সংবাদমাধ্যমে ঘুরে বেড়ানো ফিক্সিংয়ের অভিযোগগুলোও তদন্তের আওতায় আনা হবে বলে জানিয়েছে বিসিবি। অ্যান্টি করাপশন ইউনিটকে সহযোগিতা করতে সেসব স্বাধীন তদন্ত কমিটিও গঠন করবে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।
সারাবাংলা/জেটি