Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আর্জেন্টিনাকে নিয়ে নতুন পরিকল্পনা সাম্পাওলির


১৯ জুন ২০১৮ ১৮:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক ।।

প্রথম ম্যাচটা আইসল্যান্ডের বিপক্ষে ড্র করে পয়েন্ট খুঁইয়েছে রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট আর্জেন্টিনা। তবে বৃহস্পতিবার (২১ জুন) ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে রেখে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনছেন মেসি-আগুয়েরোদের কোচ হোর্হে সাম্পাওলি।

আসরের শুরুর ম্যাচটা ১-১ গোলে ড্র করেছে মেসিরা, যে কারণে অনেকটাই হতাশ আর্জেন্টাইন কোচ। আগের ম্যাচে চারজন নিয়ে মাঠ সাজিয়েছিলেন আর্জেন্টিনা কোচ। তবে ক্রোয়েশিয়ার ম্যাচের আগে তিনজন সেন্ট্রাল ডিফেন্ডারকে খেলানোর পরিকল্পনা করছেন তিনি।

গাব্রিয়েল মের্কাদো, নিকোলাস ওতামেন্দি এবং নিকোলাস তাগলিয়াফিকো এই তিন সেন্ট্রাল ডিফেন্ডারকে নিয়ে নতুন পরিকল্পনা করেছেন তিনি। এর আগে চার ডিফেন্ডার নিয়ে খেলা ম্যাচে মার্কোস রোহোর খারাপ পারফরম্যান্সের কারণে তার বদলে মের্কাদোকে নিতে পারেন সাম্পাওলি।

বিজ্ঞাপন

আগের ম্যাচে মধ্যমাঠে তেমন সফলতা দেখাতে পারেননি লুকাস বিলিয়া আর অ্যাঞ্জেল ডি মারিয়া। তাই মধ্যমাঠেও কিছুটা পরিবর্তন আনছেন আর্জেন্টাইন কোচের। বিলিয়ার বদলে লেফট উইং মার্কোস আকুনাকে নিয়ে অনুশীলনে নেমেছিলেন তিনি। ডি মারিয়ার জায়গায় আসতে পারেন ক্রিশ্চিয়ান পাভন।

ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই থাকছেন হাভিয়ের মাসচেরানো, তবে রাইট ব্যাক এদুয়ার্দো সালভিওকে উইং-ব্যাকে হিসেবে খেলাতে পারেন সাম্পাওলি।

ডিফেন্স ও মিডফিল্ড নিয়ে সাম্পাওলির নতুন পরিকল্পনা সম্পর্কে সংবাদ সম্মেলনে মের্কাদো জানালেন, ‘হ্যাঁ, আমাদের অনেকগুলো পদ্ধতি আছে। আমরা তিনজন, চারজন কিংবা পাঁচজন ডিফেন্ডার নিয়েও পরিকল্পনা করি। প্রতি ম্যাচের কিছু না কিছু দরকার, যদি পাঁচ জনের লাইন প্রয়োজন জয় তবে সেটাই করব-চার জনের লাইন প্রয়োজন হলেও করব। কিভাবে খেলব সে পরিকল্পনার জন্য আমাদের হাতে অল্প কয়েকদিনই আছে।’

 

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর