ক্ষমা চেয়েছেন চিটাগং কিংসের মালিক
১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৪ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫৭
ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়ার ইস্যু বারবারই প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবারের বিপিএলে। যেখানে দুর্বার রাজশাহী ছিল আলোচনার শীর্ষে। দুইবার বাউন্স করেছে ক্রিকেটারদের তাদের দেয়া চেক। তবে এসব ছাপিয়ে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীর করা এক মন্তব্য সৃষ্টি করেছিল চাঞ্চল্যের। চিটাগংয়ের ক্রিকেটার পারভেজ হোসেন ইমন জানান, এক টাকাও পারিশ্রমিক পাননি তিনি। সেই প্রসঙ্গে দলটির মালিক বলে বসেন, ‘আমার টাকা গাছে ধরে না।’
শীর্ষ একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে সামির আরও বলেন, কেবল ব্যক্তিগত কারণে ইমনকে পারিশ্রমিক দেননি। যেটাকে ক্রিকেটারদের জন্য অপমানজনক বলে উল্লেখ করেছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। অমন বেফাঁস মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন সামির কাদের। এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাকে সতর্কও করেছেন।
আজ (শনিবার) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফরচুন বরিশাল-চিটাগং কিংসের ম্যাচ দেখতে এসেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংস চলাকালীন বিসিবি অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি। সেখানেই জানান, চিটাগং কিংসের মালিককে অপমানজনক মন্তব্যের জন্য সতর্ক করেছেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা আজকে ওনার সাথে কথা বলেছি। তাকে সতর্ক করেছি। কোনো খেলোয়াড়ের ব্যাপারে এমন মন্তব্য করার অধিকার তার নেই। খেলোয়াড়কে একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়েছেন, পারফরম্যান্স যেমনেই হোক না কেন। এজন্য আমরা সতর্ক করেছি। বিসিবিকেও আমরা বলেছি এই ব্যাপারে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় নিয়ম অনুযায়ী।’
আসিফ মাহমুদের সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। একই প্রসঙ্গে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ফাহিম জানান, ক্ষমা চেয়েছেন চিটাগং কিংসের মালিক, ‘আজকে আমাদের তাদের সাথে কথা হয়েছে। আমরা তাকে পরিস্কারভাবে জানিয়েছি আমরা তার এই বক্তব্য ভালোভাবে নেইনি। আমরা তাদের বলেছি, এখানে যে ধরনের খেলোয়াড়রা খেলে, তাদের কারও সাথেই এই ধরনের ব্যবহার প্রত্যাশা করি না। উনি এই বিষয়ে ক্ষমা চেয়েছে। উনি স্বীকার করেছেন, উনার এই ব্যবহার ঠিক ছিল না্।’
সারাবাংলা/জেটি
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া চিটাগং কিংস ফরচুন বরিশাল বিপিএল ২০২৫ বিসিবি