Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটারদের টাকা না দিলে আইনী ব্যবস্থা নেব: ক্রীড়া উপদেষ্টা

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৬

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধে ফ্র্যাঞ্চাইজিদের গাফিলতি-গড়িমসি দীর্ঘদিনের। তবে এবার সেটা প্রকট আকার ধারণ করেছে, যার কেন্দ্রে রয়েছে একমাত্র দল দুর্বার রাজশাহী। দুই দফায় চেক বাউন্স, ,ক্রিকেটারদের অনুশীলন বয়কটের পর পারিশ্রমিক না পেয়ে দলটির বিদেশি ক্রিকেটাররা ম্যাচও বয়কট করেছেন।

উদ্ভুত এই পরিস্থিতিতে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের জন্য পদক্ষেপ নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বিজ্ঞাপন

আজ (শনিবার) ফরচুন বরিশাল-চিটাগং কিংস ম্যাচের দ্বিতীয় ইনিংস চলাকালে বিসিবিতে সংবাদ সম্মেলন করেছেন আসিফ মাহমুদ। সেখানেই জানিয়েছেন, সময়মতো ক্রিকেটারদের পারিশ্রমিক শোধে ব্যর্থ হলে দুর্বার রাজশাহীর মালিকপক্ষের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় যাবেন তারা।

যুব ও ক্রীড়া উপদেষ্টা এই প্রসঙ্গে বলেন, ‘আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি। আমাদের তিনি আশ্বস্ত করেছেন, পারিশ্রমিক সমস্যার সমাধান করবেন। আর আমরা বলে দিয়েছি তিনি যদি সেটা করতে ব্যর্থ হন বা না করেন তাহলে পরবর্তীতে আমরা আর কথা বলার মধ্যে থাকব না। আমরা আইনী ব্যবস্থা নেব।’

সারাবাংলা/জেটি

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুর্বার রাজশাহী বিপিএল ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর