Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিপিএলকে ধ্বংস করেছে দুর্বার রাজশাহী’

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৫

দুর্বার রাজশাহী

মাঠের ক্রিকেটের চেয়ে মাঠের বাইরের কর্মকাণ্ডে চলতি বিপিএলে বারবার সমালোচিত হয়েছে নবাগত দল দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া, সেটা পরিশোধে ক্রিকেটারদের দেয়া চেক বাউন্সড তাও দুই দফায়। প্রাপ্য টাকা না পেয়ে প্রথম দফায় অনুশীলন বয়কট করেন ক্রিকেটাররা।  শেষ পর্যন্ত পারিশ্রমিক না পেয়ে ম্যাচই বয়কট করে বসেন বিদেশি ক্রিকেটাররা। এছাড়া হোটেল বিল হোটেল বিল বাকি থাকায় সেটার বিড়ম্বনা তো পোহাতেই হয়েছে তাসকিন আহমেদ-এনামুল হক বিজয়দের। ।

বিজ্ঞাপন

রাজশাহীর একের পর এক সমালোচিত কাণ্ডে রীতিমতো বিরক্ত বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ (শনিবার) বিসিবিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে বিসিবি পরিচালকদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে আসেন ফারুক। সেখানেই বলেন, রাজশাহী যা করছে, সেটা বিপিএলের মতো একটা টুর্নামেন্টকে ধ্বংস করার জন্য যথেষ্ট।

রাজশাহীর মালিকপক্ষের গাফিলতি নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিদের সাথে আমরা আলাপ করেছি সেপ্টেম্বরের শুরুর দিকে। আমার কাছে তামিমের নেতৃত্বে ক্রিকেটাররা এসেছে। তার সঙ্গে মুশফিক-মিরাজরা ছিল। তারা অনুরোধ করেছে… এতগুলো ক্রিকেটারের টাকা… রাজশাহী যেটা করেছে, এর চেয়ে খারাপ কিছু হতে পারে না, একটা টুর্নামেন্টকে ধ্বংস করে দেওয়ার জন্য।’

ফারুক আরও বলেন ফ্র্যাঞ্চাইজি যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে তাদের হাতে খুব বেশি সুযোগ ছিল না। মূলত বিপিএলের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের , ‘আমার অপশন খুব বেশি ছিল না। আমার সাথে সদস্য সচিব ছিলো। আরও কয়েকজন ছিলো। আমাদের চাপ ছিল না। আমরা আমাদের ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করেছি। গত বছর তিনটা দল ফ্র্যাঞ্চাইজি ফি দেয়নি, ক্রিকেটারদের পারিশ্রমিক বাকি ছিল। তো এই পারিশ্রমিক সমস্যা কিন্তু গত ১১ বছরের ইতিহাস

অবশ্য টুর্নামেন্ট শুরুর আগে ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ের ক্ষেত্রে সেভাবে বাছবিচার করেননি বলে মনে করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম। তার দাবি কঠিন পরিস্থিতির মধ্যেই তাদের সিদ্ধান্ত নিতে হয়েছে রাজশাহীর মালিকপক্ষকে ফ্র্যাঞ্চাইজি দিতে, ‘আমার মনে হয় আমরা যথেষ্ট ভালোভাবে বিচার-বিবেচনা করিনি এই ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ক্ষেত্রে। তাদের আর্থিক সক্ষমতা, অভিজ্ঞতার ব্যাপারে বলি, যতটুকু হিসেব নিকেশ করা দরকার ছিল, এই বিষয়গুলো যথাযথ যাচাই-বাছাই না করে আমরা বোধহয় তাদের অন্তর্ভুক্ত করেছি। যার ফলশ্রুতিতে আমাদের এমন একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

দুর্বার রাজশাহী ফারুক আহমেদ বিপিএল ২০২৫ বিসিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর