রাসেল-ডেভিডদের এনেও রংপুরের মাত্র ৮৫
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২০
সৌম্য সরকার, সাইফ হাসান, নুরুল হাসান সোহানরা তো আছেনই, একাদশে ম্যাচের আগে উড়ে এসে যোগ দিয়েছেন আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডের মতো বিদেশি তারকারাও। তবুও বিপিএলের এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের সর্বোচ্চ স্কোরার আজ (সোমবার) আকিফ জাভেদ! মেহেদী হাসান মিরাজ আর নাসুম আহমেদের স্পিন জাদু আর ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৮৫ রানে অল আউট হয়ে গেছে সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুর।
আইএল টি-টোয়েন্টি খেলে আজ ম্যাচের আগেই বাংলাদেশে এসেছেন রাসেল-ডেভিড-ভিন্সরা। বিদেশি শক্তি বাড়িয়েও ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে ব্যাটিং ব্যর্থতা ঠেকাতে পারেনি রংপুর। তিন বিদেশির সম্মিলিত স্কোর ১২! ভিন্স ১, ডেভিড ৭ ও রাসেল করেন ৪ রান। একটা সময় মনে হচ্ছিল বিপিএল ইতিহাসের সর্বনিম্ন স্কোর বোধহয় রংপুরেরই হবে!
ইনিংসের দ্বিতীয় বলে সৌম্য রান আউট হলেন নন স্ট্রাইকিং এন্ডে, কোনো বল খেলারই সুযোগ পাননি এই বাঁহাতি ব্যাটার। ৭ বলে ১ রান করে নাসুম আহমেদের হাতে ফিরতি ক্যাচে আউট ভিন্স। মাহেদী হাসান বোল্ড হয়ে নাসুমের দ্বিতীয় শিকার। টুর্নামেন্টের শুরুর দিকে ছন্দে থাকা সাইফ হাসানের ব্যাটও হাসেনি গুরুত্বপূর্ণ এই ম্যাচে। হাসান মাহমুদের বলে সাইফউদ্দিন এলবিডব্লিউ হলে ১৫ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় রংপুর।
বিপদ আরও বাড়ে নাসুমকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে টিম শিমরন হেটমায়ারের হাতে টিম ডেভিড ধরা পড়ার পর। আন্দ্রে রাসেলও বোল্ড বাঁহাতি স্পিনার নাওয়াজের সোজা বল মিস করে। এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক সোহান চেষ্টা করেছিলেন লড়াই করার। কিন্তু ২৫ বলে ২৩ রানের ইনিংস খেলার পর মিরাজের বলে লেগ বিফোরের শিকার হন ডানহাতি এই ব্যাটার।
দলের সব ব্যাটারদের ব্যর্থতার দিনে একমাত্র আলো ছড়িয়েছেন বোলার আকিফ জাভেদ। শেষ উইকেট জুটিতে এসেছে ২৬ বলে ৩৩ রান, যেখানে ৩১ রানই আকিফের। চারটা ছক্কা আর দুটা চারে ১৮ বলে ৩২ রান করে মুশফিক হাসানের বলে আউট হন এই টেইলএন্ডার। তিনটি করে উইকেট নেন নাসুম ও মিরাজ।
সারাবাংলা/জেটি