Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপে ওসাকোর স্বপ্ন পূরণ


১৯ জুন ২০১৮ ২১:২৫

সারাবাংলা ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপ আসরে অনন্য এক রেকর্ড করলো এশিয়ার দেশ জাপান। কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার কোনো দেশের বিপক্ষে বিশ্বকাপে এশিয়ার কোনো দেশ হিসেবে প্রথম জয়টা এনেছে তারাই। আর এই ম্যাচে গোল করে নিজের স্বপ্নটাও পূরণ করলেন জাপান স্ট্রাইকার ইউয়া ওসাকো।

ম্যাচের তিন মিনিটেই দারুণ এক শট নিয়েছিলেন ওসাকো। কিন্তু সেই শট ঠেকিয়ে দিয়েছিলেন কলম্বিয়া গোলরক্ষক ডেভিড অসপিনা। ফিরতি বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন শিনজি কাগাওয়া। কিন্তু ডি-বক্সের ভেতর হাত বাড়িয়ে বল ঠেকিয়ে লাল কার্ড দেখেন কলম্বিয়া মিডফিল্ডার কার্লোস সানচেজ। রাশিয়া বিশ্বকাপের প্রথম লাল কার্ড ছিল এটি। সেখান থেকে পেনাল্টি পেয়ে কলম্বিয়ার জালে গোল করে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি নিজের স্বপ্নটাও পূরণ করলেন ওসাকো।

এর আগে ব্রাজিল বিশ্বকাপে দুটি ম্যাচে মাঠে নামলেও কোনো গোল পাননি ওসাকো। এবার রাশিয়ায় গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেই গোল বিশ্বকাপে নিজের প্রথম গোল করলেন জাপানের এই স্ট্রাইকার। ম্যাচসেরার পুরস্কারটাও এসেছে তার হাতে। ম্যাচশেষে স্বপ্ন পূরণের কথাটাই বললেন জাপানের এই তারকা, ‘ছোটবেলা থেকেই বিশ্বকাপে গোল করার স্বপ্ন ছিল, এবার সেটাই পূরণ হয়েছে। আমি খুবই খুশি।’

 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর