Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’- রংপুরকে খুলনার খোঁচা

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৬ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৫

বিপিএলের লড়াই চলছে ফেসবুকেও

গোটা বিপিএল জুড়েই সরব ছিল সবগুলো দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। বিশেষত ম্যাচের পর মজার সব পোস্ট দিয়ে ফেসবুক মাতিয়ে রাখতে দেখা গেছে প্রায় প্রতিটি দলের ফেসবুক পেজকে। ট্রেন্ডিং সব ইস্যুর সাথে মিলিয়ে প্রতিপক্ষকে খোঁচা দিতেও পিছপা হয়নি তারা, বিশেষত রংপুর রাইডার্স। আজ এলিমিনেটরে (সোমবার) সেই রংপুর রাইডার্সকেই ৯ উইকেটে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে খুলনা টাইগার্স।

তারকা ঠাঁসা রংপুরকে মাত্র ৮৫ রানে অল আউট করে সেই লক্ষ্য ৫৮ বল হাতে রেখে টপকে গেছে খুলনা। আগামী ০৫ ফেব্রুয়ারি তারা খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে চলতি প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশাল-চিটাগং কিংসের জয়ী দল।

বিজ্ঞাপন

বিশাল ব্যবধানে জেতা এই ম্যাচ শেষে খুলনা টাইগার্সের ফেসবুক পেজ থেকে দেয়া হয়েছে মজার এক পোস্ট। যেখানে জায়গা পেয়ছে আসরজুড়ে রংপুর রাইডার্সের দেয়া সব পোস্ট। আর সামনে রাখা হয়েছে বর্তমান সময়ের ভাইরাল গান ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’-গানের মডেলের মাথায় হাত দেয়া ছবি। মূলত রংপুরকে খোঁচা দেয়ার জন্যই প্রায় তিন দশক পুরনো উড়িয়া ভাষার গানকে বেছে নিয়েছে খুলনা।

রংপুর রাইডার্সকে খোঁচা দিয়ে খুলনা টাইগার্সের ফেসবুক পোস্ট

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

টুর্নামেন্টজুড়ে মাঠের পারফর্ম্যান্সের সাথে ফেসবুকেও সমানে দাপিয়ে বেড়িয়েছে রংপুর রাইডার্স। ঢাকা ক্যাপিটালসকে দুই দফায় হারিয়ে তারা যথাক্রমে পোস্ট করেছে ‘TOO FUN’ ও ‘লাগে উরাধুরা’ লিখে। ঢাকার সাথে এবার যুক্ত হয়েছিলেন ঢালিউড তারকা শাকিব খান। তার সিনেমা ‘তুফান’ ও সেই ছবির গানের লাইনকে ব্যবহার করেই মজার ছলে খোঁচা দিয়েছিল রংপুর।

বিজ্ঞাপন

তবে টানা আট ম্যাচ জেতার পর দুর্বার রাজশাহীর কাছেই প্রথম হারে রংপুর। নানান ইস্যুতে সমালোচিত রাজশাহীকে খোঁচা মারতে রংপুর বেছে নিয়েছিল মজার এক পথ। শামুকের ছবির পেছনে ‘ওরে শামুক’ লিখে দেওয়া সেই পোস্টের গূঢ়ার্থ ছিল, পচা শামুকে পা কাঁটা।

সারাবাংলা/জেটি

খুলনা টাইগার্স বিপিএল ২০২৫ রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর