Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুশদিল না থাকাতেই বিপিএল শেষ রংপুরের?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮

খুশদিল শাহ

টানা আট জয়ে বিপিএল শুরু করলেও শেষটা ভালো হলো না রংপুর রাইডার্সের। উড়তে থাকা দলটা পরপর পাঁচ ম্যাচ হেরে বাদই পড়ে গেল এবারের বিপিএল থেকে। অথচ শুরু থেকেই তাদের ভাবা হচ্ছিল শিরোপা জেতার অন্যতম দাবিদার। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার শেষ আশাটাও আজ (সোমবার) মিইয়ে গেল খুলনা টাইগার্সের কাছে এলিমিনেটরে ৯ উইকেটে হেরে। অবশ্য এই ম্যাচ হারের চেয়ে শেষ চারটা ম্যাচে ফল পক্ষে না আসার দায় দলটির সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল দিলেন একাদশে খুশদিল শাহর অনুপস্থিতিকে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাটে-বলে দারুণ ছন্দে ছিলেন খুশদিল। চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পাওয়াতে টুর্নামেন্টের মাঝপথেই বিপিএল ছাড়েন তিনি। তবে এর আগে ১০ ম্যাচে ২৯৮ রান আর ১৭ উইকেট নিয়ে বিপিএলের এবারের আসরে রংপুরের শুরুর জয়যাত্রায় দারুণ অবদান এই পাকিস্তানি অলরাউন্ডারের। আজ বিপিএল থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর সংবাদ সম্মেলনে আসেন রংপুরের সহকারী কোচ ও সাবেক বাংলাদেশ অধিনায়ক আশরাফুল।

বিজ্ঞাপন

সেখানেই তিনি জানান, খুশদিলের রেখে যাওয়া শূন্যস্থান কেউ পূরণ করতে না পারাই ব্যর্থতার অন্যতম কারণ। টানা জেতার মধ্যে থেকে হঠাৎ এই ছন্দপতনের কারণ জানাতে গিয়ে আশরাফুল বলেন, ‘আমার মনে হয় আসলে খুশদিল শাহর চলে যাওয়াটা আমাদের জন্য বড় সেটব্যাক ছিল। গ্লোবাল সুপার লিগে গায়ানাতে মাস্ট উইন ম্যাচে সে ফিফটি করেছিল। সেখান থেকে আসলে, খুশদিল শাহ চলে যাওয়ার পরে আসলে আমাদের কোনো প্লেয়ার সে জায়গাটা নিতে পারেনি। শুরুর দিকে যেভাবে আশা করেছিলাম পাঁচ ম্যাচ শেষে তারা সেভাবে ভালো করতে পারেনি।’

টানা ম্যাচ জিতে এভাবে টুর্নামেন্ট থেকে বাদ পড়া কতটা হতাশার? আশরাফুল বলেন, ‘যেভাবে আমরা শুরু করেছিলাম টানা তিন ম্যাচ গ্লোবাল টি-টোয়েন্টিতে, এখানে টানা আট ম্যাচ। টানা ১১ ম্যাচ জেতা। এরপর রাজশাহীর কাছে যেভাবে হেরেছি এরপর টানা পাঁচ ম্যাচ হারলাম। এটা অবশ্যই হতাশাজনক সবার জন্যই। তবে এটাই আসলে ক্রিকেট। একবার আপনি মোমেন্টাম হারিয়ে ফেললে ফিরে পাওয়া কঠিন। যেহেতু এটা খুব অল্প ওভারের খেলা, ১২০ বলের খেলা। মোমেন্টাম হারিয়ে ফেললে ফিরে পাওয়া কঠিন। আমরা টানা তিন বিভাগেই ফেইল করেছি। ২৩ তারিখ থেকে। প্রতি ম্যাচেই। রাজশাহী ম্যাচে শুরুতে ২টা ক্যাচ ছেড়েছি। পাওয়ারপ্লেতে ভালো করতে পারছিলাম না, এবারও পারিনি। সবার জন্যই হতাশাজনক।’

সারাবাংলা/জেটি

খুলনা টাইগার্স খুশদিল শাহ বিপিএল ২০২৫ মোহাম্মদ আশরাফুল রংপুর রাইডার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর