যোগ্যতার প্রমাণ দিয়েছে জাপান, এগিয়ে স্পেন ও পর্তুগাল
১৯ জুন ২০১৮ ২১:৫১
জাহিদ হাসান এমিলি
এশিয়া থেকে সামর্থের প্রমাণ দিয়েই বিশ্বকাপে গেছে জাপান। তবে, কলম্বিয়ার বিপক্ষে জাপানকে ফেভারিট হিসেবে রাখা না গেলেও আজকের পারফরমেন্স দেখে মনে হয়েছে জাপান দারুণ ফুটবল খেলেই জয় পেয়েছে। অবশ্য জাপানের একটা প্লাস পয়েন্ট ছিলো যে, ম্যাচের শুরুতেই তাদের পক্ষে একটা সিদ্ধান্ত গেছে। অর্থাৎ সানজেস লাল কার্ড পেয়ে কলম্বিয়া ১০জনের দলে পরিণত হয়ে গিয়েছিল।
এই সুবিধাটাও ভালোভাবে কাজে লাগিয়েছে জাপান। তবে, আমার কাছে মনে হয়েছিল কলম্বিয়া এক পয়েন্ট নিয়ে হয়তো মাঠ ছাড়বে। কিন্তু জাপান ভারসাম্যের পরিচয় দিয়ে ম্যাচ জিতে নিয়েছে। এমন না যে গোল পেয়ে গেছে। ভালো ফুটবল খেলেই ম্যাচ বের করে নিয়ে এসেছে এশিয়ার জায়ান্টরা।
কলম্বিয়াতে বিশ্বসেরা কয়েকজন খেলোয়াড় ছিল। ফ্যালকাও, হামেস রুদ্রিগেজদের মতো ফুটবলার ম্যাচটা বের করে আনতে পারেনি। যদিও গতবারের কলম্বিয়া দলটা ছিল সেই দলকে দেখা যায় নি এবার। তার বড় কারণ জাপান সামর্থের প্রমাণ দিয়েছে। ২-১ ব্যবধান পরেও তারা নেগেটিভ ফুটবল খেলেনি। পরের ম্যাচগুলোতেও জাপান হয়তো আত্মবিশ্বাস নিয়ে খেলবে।
এদিকে স্পেন আর পর্তুগালের জন্য বুধবার গুরুত্বপূর্ণ দিন। দুটি দলই এগিয়ে থাকবে বলে আমার মনে হয়। প্রথম ম্যাচে এই দুই দল যেভাবে ফুটবল প্রদর্শনী দেখিয়েছি তাতে দুই দলই এই গ্রুপ থেকে নক আউট পর্বে পা রাখবে বলে মনে হচ্ছে। আর যদি কোনও একটি দল হোঁচট খায় কোনওভাবে তাহলে পরের রাউন্ডে যাওয়া কষ্টকর হয়ে যাবে। চাপে পড়ে যাবে। এদিকে ইরানও কিন্তু প্রথম ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
ক্রিস্চিয়ানো রোনালদো যেভাবে ম্যাচ উপহার দিয়েছে তাতে পর্তুগালকে মরক্কোর বিপক্ষে ফেভারিট না ধরে পারা যায় না। তবে, মরক্কো এবার দারুণ রক্ষণের পরিচয় দিয়েছে। যদিও ইরানের বিপক্ষে শেষ মুহূর্তে ওন গোলে হেরে গিয়েছে। তবে, রোনালদোকে নিয়ে ভালো গবেষণা করেই কিন্তু তারা মাঠে নামবে।
রোনালদোর জন্য তাই ম্যাচটা কঠিন হতে পারে। তবে, পর্তুগাল দলে আরও বিশ্বমানের ফুটবলার আছে। ইউরো চ্যাম্পিয়নদের এই ফুটবলাররা হয়তো সহজেই মরক্কো বাধা পেরিয়ে যাবে।
অন্যদিকে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনের জন্য বড় পরীক্ষার ম্যাচ হবে। কারণ তাদের প্রতিপক্ষ ইরান। প্রথম ম্যাচে ইরান যেভাবে খেলেছে, তাতে করে স্পেনের জন্য বড় পরীক্ষা হবে ইরানের বাস মার্ক পেরুনো। ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ইরানের বিপক্ষে গোল পেতে রীতিমত ঘাম ঝড়াতে হয়েছে। ইরান চাইবে এই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে শীর্ষে থাকতে। সেই জন্য কৌশলও আটবে তারা।
তবে স্পেনের দল অনেক শক্তিশালী। যেকোনও পজিশনে বিশ্বমানের ফুটবলার থাকায় ম্যাচটা হয়তো বের করে নিবে হিয়েরোর শিষ্যরা।
বিশেষ করে ইস্কো যে ফর্মে আছে তাতে গোল স্পেনকে জয়ের বন্দরে নেয়া কঠিন হবে না তাদের জন্য। আমি পর্তুগাল আর স্পেনের পক্ষে রায় দিবো সামনের ম্যাচে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক