Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেকেই ৫ উইকেট, মোহাম্মদের তোপে পুড়ল চিটাগং

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪

২৪ রানে ৫ উইকেট নিয়েছেন ফরচুন বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী

স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনবার চার উইকেট পেলেও আজকের আগে ইনিংসে পাঁচ উইকেট নেয়ার সাফল্য ছিল না মোহাম্মদ আলীর। আজ (সোমবার) নিজের বিপিএল অভিষেক পাঁচ উইকেট নিয়ে রাঙালেন ফরচুন বরিশালের এই পাকিস্তানি পেসার। চিটাগং কিংসের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে চার ওভার বলে করে মাত্র ২৪ রানে পাঁচ উইকেট নিয়েছেন এই ডানহাতি। যার চারটিই নিয়েছেন এক ওভারে।

টুর্নামেন্টের শুরু থেকে দলের সঙ্গে থাকলেও আজই প্রথম মাঠে নামার সুযোগ হলো মোহাম্মদের। এবং মাঠ ছেড়েছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার নিয়ে। তার বোলিং তোপে ১৪৯ রানে গুটিয়ে গেছে চিটাগং।

বিজ্ঞাপন

চলতি বিপিএলে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিলেন কোনো বোলার। এর মধ্যে দুইজনই পাকিস্তানি, দুজনই খেলেছেন ফরচুন বরিশালের জার্সিতে। একজন মোহাম্মদ আলী ও অপরজন ফাহিম আশরাফ। অবশ্য ১৯ রানে ৭ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগারের রেকর্ডটা নিজের দখলে রেখেছেন তাসকিন আহমেদ।

আজ প্রথম কোয়ালিফায়ারে নিজের প্রথম ওভারে পাঁচ রান দিয়ে উইকেট শূন্য থাকলেও মোহাম্মদ সফলতা পেয়েছেন নিজের দ্বিতীয় ওভারে। তার করা গুড লেংথ বল স্কয়ার লেগ দিয়ে তুলে মারতে গিয়ে আউট হন কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ নেন তাওহিদ হৃদয়।

ইনিংসের ১৩-তম ওভারে তাকে আবার আক্রমণে ফেরান অধিনায়ক তামিম ইকবাল। দুই চারে ১২ রান খরচা করলেও উইকেট পাননি। তবে নিজের শেষ ওভারের জন্য বাকি রেখেছিলেন চমক। প্রথম বলেই লাইন মিস করে বোল্ড খালেদ আহমেদ। পরের বলে সিঙ্গেল নিয়ে আরাফাত সানি স্ট্রাইকে পাঠান ইনিংসজুড়ে ছড়ি ঘোরানো শামীম পাটোয়ারিকে। তৃতীয় বলে রিভার্স স্কুপ করতে গিয়ে মোহাম্মদের স্লোয়ারে শর্ট থার্ডম্যানে ক্যাচ দেন শামীম। পরের বলে শরীফুল সিঙ্গেল নিলেও টানা দুই বলে ফেরান আরাফাত সানি ও আলিস আল ইসলামকে।

বিজ্ঞাপন

পাকিস্তানের হয়ে সাদা বলের ক্রিকেটে অভিষেক না হলেও চারটি টেস্ট খেলেছেন ৩২ বছর বয়সী মোহাম্মদ আলী।

সারাবাংলা/জেটি

চিটাগং কিংস ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর