Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিকার মান রাখল সেনেগাল


১৯ জুন ২০১৮ ২১:৫৮ | আপডেট: ১৯ জুন ২০১৮ ২৩:০০

সারাবাংলা ডেস্ক।।

মিশর, মরক্কো, নাইজেরিয়া, তিউনিসিয়া, কেউ পারেনি। জয় দূরে থাক, পয়েন্টই পায়নি কেউ। অবশেষে সেই গেরো কাটাল সেনেগাল, প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের প্রথম জয় পেল। পোল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শুরু করল বিশ্বকাপ।

ম্যাচের শুরু থেকেই পোল্যান্ডের বিপক্ষে লড়াই চালিয়ে যায় সেনেগাল। ম্যাচের ১২ মিনিটে লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানেকে ফাউল করে হলুদ কার্ড দেখেন পোল্যান্ড মিডফিল্ডার গ্রেগোরিজ ক্রিচোইয়াক।

ম্যাচের ২০ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন পোল্যান্ড মিডফিল্ডার কামিল গ্রোসিকি। কিন্তু ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে সুযোগ নষ্ট করেন তিনি। তবে ম্যাচের ৩৮ মিনিটে সেনেগাল ইদ্রিসা গুইয়ের শট পায়ে লাগিয়ে আত্মঘাতি গোল করেন পোল্যান্ড ডিফেন্ডার থিয়াগো সিওনেক। আর তাতেই ১-০ গোলে এগিয়ে যায় সেনেগাল।

বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় গোলের সুযোগ পেয়েছিল সেনেগাল। কর্ণার থেকে উড়ে আসা বল খালি জায়গায় পেলেও লক্ষ্যহীন হেডে সুযোগ নষ্ট করেন সানে। আর তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেনেগাল। বিরতির পর ৫৪ মিনিটে প্রথমবারের মতো ম্যাচে ভালো একটা সুযোগ পেয়েছিলেন রবার্ট লেভানডফস্কি। বক্সের বাইরে থেকে তাঁকে ফাউল করা ফ্রিকিক পায় পোল্যান্ড। কিন্তু লেভানডফস্কির নেওয়া দারুণ কিক ঠেকিয়ে দিয়েছেন সেনেগাল গোলরক্ষক।

৬০ মিনিটে পোলিশ গোলরক্ষক শেজনি ও ডিফেন্ডারের মধ্যে ভুল বোঝাবুঝিতে আবারও এগিয়ে যায় সেনেগাল। বল ক্লিয়ার করতে গিয়ে লাইন ছেড়ে বেরিয়ে এসেছিলেন শেজনি, কিন্তু সেটা পেয়ে যান নিয়াং। হাতের লক্ষ্মী পায়ে ঠেলেননি, দারুণ এক গোলে পোলিশদের আবারও ডুবিয়ে দিলেন হতাশায়।

বিজ্ঞাপন

৮৬ মিনিটে কামিল গ্রসিকির সেট পিস থেকে হেড করে ক্রিকোশিয়াকের গোলে ব্যবধান কমিয়েছিল পোল্যান্ড, কিন্তু তাতে লাভ হয়নি। জয় দিয়েই বিশ্বকাপ শুরু করেছে সেনেগাল।

সারাবাংলা/এসএন/এএম

বিজ্ঞাপন

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর