বিপিএলে ফিক্সিং তদন্তে স্বাধীন কমিটি গঠন বিসিবির
স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৩ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪
ফিক্সিং ইস্যুতে তোলপাড় বিপিএল। গত কয়েকদিনে বাংলাদেশের সংবাদ মাধ্যম ছেয়ে গেছে একের পর ফিক্সিংয়ের খবরে। আলাদা করে আটটি ম্যাচের দিকে গেছে অ্যান্টি করাপশন ইউনিটের সন্দেহের তীর। ফিক্সিংয়ের সেসব অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (সোমবার) রাত ৯টা ১৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেছে বিসিবি।
আপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হুসাইন হায়দারকে আহ্বায়ক করে ঘোষিত এই তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আছেন সাবেক ক্রিকেটার শাকিল কাশেম ও আন্তর্জাতিক আইনজীবি ড.খালেদ এইচ চৌধুরী।
সারাবাংলা/জেটি