Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবে বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন হামজা?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৫

শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে হামজা চৌধুরী

২০২৭ সালের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবলের প্রস্তুতি ক্যাম্প। দুই দফায় অনুষ্ঠেয় প্রস্তুতি ক্যাম্পে যোগ না দিলেও জাতীয় দলের সাথে আগামী ১৯ মার্চ যোগ দেবেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার বর্তমানে শেফিল্ড ইউনাইটেডে লোনে খেলছেন লেস্টার সিটি থেকে।

হামজার জাতীয় দলে যোগ দেয়ার ব্যাপারে আজ (মঙ্গলবার) বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আমরা আশা করছি হামজা জাতীয় দলের সাথে যোগ দেবে ভারত যাত্রার আগে। আশা করি, তিনি ১৯ মার্চ আসবেন।’

বিজ্ঞাপন

প্রস্তুতি ক্যাম্পের প্রথম পর্ব ২৮ ফেব্রুয়ারি শুরু হয়ে ঢাকায় চলবে ৪ মার্চ পর্যন্ত। আর দ্বিতীয় পর্বের জন্য আগামী ৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত সৌদি আরবে অবস্থান করবে দল। ২০ মার্চ ঢাকা ফেরার পর ২১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হবে দল।

দীর্ঘদিন থেকেই বাফুফের সহায়তায় বাংলাদেশ জাতীয় দলে খেলার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন হামজা। অবশেষে গত ডিসেম্বরে ফিফার কাছ থেকে অনুমতি পান তিনি।

সারাবাংলা/জেটি

বাফুফে বাংলাদেশ জাতীয় ফুটবল দল হামজা চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর