Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিশরকে হারিয়ে নকআউটের দুয়ারে দুর্দান্ত রাশিয়া


২০ জুন ২০১৮ ০০:৫৫ | আপডেট: ২০ জুন ২০১৮ ০১:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক।। 

মোহামেদ সালাহ অবশেষে মাঠে নেমেছেন,। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে পেনাল্টি থেকে গোলও পেয়েছেন। কিন্তু নিয়তি লিখে রেখেছে, প্রথম ম্যাচেই তাঁর দলকে কার্যত বিদায় নিতে হচ্ছে বিশ্বকাপ থেকে। মিশরকে ৩-১ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে প্রায় উঠেই গেছে রাশিয়া। কাল উরুগুয়ে সৌদি আরবকে হারালেই নিশ্চিত হয়ে যাবে, রাশিয়া ও উরুগুয়েই যাচ্ছে নকআউট পর্বে।

গোলশূন্য প্রথমার্ধের পর কে ভাবতে পেরেছিল, দ্বিতীয়ার্ধে ম্যাচটা এভাবে নিজেদের করে নেবে রাশিয়া? এই বিশ্বকাপে তাদের র‍্যাঙ্কিং ৭০, সবার নিচে। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ৫-০ গোলের জয়ের পর সেটাকে ভুল প্রমাণ করল কিছুটা। আর আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, কাগজে কলমের চেয়ে মাঠের খেলাটাই আসল। দুই ম্যাচে আট গোল করে জানান দিল নিজেদের সামর্থ্যের।

বিজ্ঞাপন

প্রথম গোলটা অবশ্য কিছুটা ভাগ্যগুণেই পেয়ে যায় রাশিয়া। ৫০ মিনিটে আলেকজান্ডার গলোভিনের শট পাঞ্চ করেছিলেন মিশর গোলরক্ষক এল শেনাউই, কিন্তু সেটা গিয়ে পড়ে জবনিনের পায়ে। তাঁর নেওয়া শটটা ক্লিয়ার করতে গিয়ে নিজেই জালে জড়িয়ে দিয়েছেন মিশরের অধিনায়ক আহমেদ ফাতহি। এই বিশ্বকাপে এটি পঞ্চম আত্মঘাতী গোল।

৫৯ মিনিটে দ্বিতীয় গোলটা এসেছে দারুণ খেলেই। ডান দিক থেকে মারিও ফার্নান্দেজের ক্রসটা অরক্ষিত অবস্থায় জালে জড়িয়ে দেন ডেনিশ চেরিশেভ। আগের ম্যাচে দুই গোল করেছিলেন চেরিশেভ, আজ মোট তিন গোলে ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

তৃতীয় গোলের জন্য মাত্র তিন মিনিত অপেক্ষা করতে হয়েছে রাশিয়াকে, ৬২ মিনিটেই তা পেয়ে গেছে। বক্সের ভেতর বল পেয়ে তা দারুণভাবে বুকে নিয়েছিলেন আরতেম জুবা, মিশরের আলি গাবরের দুর্বল চ্যালেঞ্জকে পাশ কাটিয়ে বলটা জড়িয়ে দেন জালে।

এরপর ৭৩ মিনিটে সালাহকে বক্সে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে গোল করে ব্যবধান কমিয়েছেন সালাহ, কিন্তু শেষ পর্যন্ত গোলটা সান্ত্বনাই হয়ে থেকেছে।

তার আগে প্রথমার্ধে আরেকটু হলেই গোল পেয়ে গিয়েছিলেন মোহামেদ সালাহ। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে নেমেছিলেন আজ। প্রথমার্ধের শেষ দিকে বাঁ পায়ে একটা শটও নিয়ে ফেলেছিলেন। অল্পের জন্য তা চলে যায় পোস্টের বাইরে দিয়ে। পেতে পেতে পাওয়া হলো না সালাহর গোল। পায়নি রাশিয়াও, গোলশূন্য ড্রতেই শেষ হয়েছে প্রথমার্ধ।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে দুই দলই পেয়েছিল বেশ কিছু সুযোগ। কিন্তু কেউই কাজে লাগাতে পারেনি। মিশরের হয়ে ত্রেজেগের শট অল্পের জন্য চলে যায় বাইরে। রাশিয়ার ডেনিস চেরিশভের দূরপাল্লার শটও গোলে ছিল না। কর্নার থেকে সের্গেই ইগনাশেভিচ সুযোগ পেয়েছিলেন, কিন্তু তাঁর হেড পরাস্ত করতে পারেনি মিশর গোলরক্ষক এল শেনাউইকে।

সারাবাংলা/ এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর