বিপিএলে শেষ হতেই চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন, যোগ দেবেন মুশতাক
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৭
সবকিছু ঠিক থাকলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোর কথা আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কদিন পর থেকেই অনুশীলনে নেমে পরবেন বাংলাদেশি ক্রিকেটাররা। অনুশীলনে যোগ দিতে আসছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ৭ ফেব্রুয়ারি। ৮ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অনুশীলন শুরু হয়ে যাবে বাংলাদেশি ক্রিকেটারদের। অনুশীলনের প্রথম দিন থেকেই মুশতাক আহমেদকে পাচ্ছেন ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্রে জানা গেছে, ৭ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবেন মুশতাক আহমেদ। ৮ তারিখ থেকে যোগ দেবেন অনুশীলনে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত, পাকিস্তানের গ্রুপে পরেছে বাংলাদেশ। ১৩ ফেব্রুয়ারি টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার কথা বাংলাদেশি ক্রিকেটারদের। বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, ২০ ফেব্রুয়ারি।
৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুশীলন করার কথা রয়েছে বাংলাদেশ দলের। পরের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি দেশ ছাড়বেন ক্রিকেটাররা।
সারাবাংলা/এসএইচএস