নারী ফুটবলার সুমাইয়াকে হত্যার হুমকি, ব্যবস্থা নেবে বাফুফে
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৩ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৬
সাফ জয়ী নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়ার এক ফেসবুক পোস্ট থেকে তোলপাড় বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আজ (মঙ্গলবার) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিজের দুটি ছবি সংযুক্ত এক স্ট্যাটাসের মাধ্যমে এই ফরোয়ার্ড জানান, গত কয়েকদিন ধরে ক্রমাগত হত্যার ও ধর্ষণের হুমকি পেয়ে আসছেন তিনি। যাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন জাপানে জন্ম নেয়া ও বেড়ে ওঠা এই নারী ফুটবলার। মূলত কোচ পিটার বাটলারের অপসারণ চেয়ে বাফুফে সভাপতি বরাবর ইংরেজি চিঠি লেখার কারণেই এমন আক্রমণের শিকার হচ্ছেন তিনি।
সুমাইয়ার সেই ফেসবুক পোস্টের ছয় ঘণ্টা পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল বাফূফে। বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, সুমাইয়াকে দেওয়া হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশের এই ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।
বিবৃতিতে বাফুফে বলা হয়, ‘জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে লক্ষ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেব বাফুফে এবং যথাযথ কর্তৃপক্ষকেও যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানাচ্ছে। দেশকে প্রতিনিধিত্বকারী কোনো ক্রীড়াবিদেরই এমন অপব্যবহারের মুখে পড়া উচিত না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
ঘটনার সূতিকাগার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ১৮ নারী ফুটবলারের বিদ্রোহ ঘোষণা। আনুষ্ঠানিক ঘোষণায় সাবিনা খাতুন-মাসুরা পারভীনরা জানান, বাটলার দায়িত্বে থাকলে তার অধীনে খেলা দূরের কথা, অনুশীলনও করবেন না তারা। সেই মর্মে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে চিঠিও দিয়েছেন তারা, যার ইংরেজি অনুবাদ করে দিয়েছিলেন সুমাইয়া। সেই চিঠি পাওয়ার পর বাফুফের বিশেষ কমিটি জানতে চায় সেই চিঠি কে লিখেছেন? সাবিনারা জানান সুমাইয়ার কথা। ২৩ বছর বয়সী সুমাইয়াও স্বীকার করেন ওই চিঠি তারই লেখা।
এই খবর প্রকাশ্যে আসার পরই সুমাইয়ার জীবন হয়ে গেছে ওষ্ঠাগত। ক্রমাগত হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার কথা জানান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি জানান, গত কয়েকদিনে অসংখ্যবার হত্যা ও ধর্ষণের হুমকি পেয়ে মানসিভাবে ভেঙে পড়েছেন। ইংরেজিতে লেখা সেই পোস্টের ভাবানুবাদ নিচে রইল সারাবাংলার পাঠকদের জন্য।
সারাবাংলা/জেটি