রেকর্ড সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে অভিষেক
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৭
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রেকর্ডের বন্যা বইয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ভারতের অভিষেক শর্মা। ৫৪ বলে ১৩ ছক্কা ও ৭ চারে নিজের দ্বিতীয় সেঞ্চুরিকে টেনে নিয়ে গেছেন ১৩৫ পর্যন্ত, যা ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত টি-টোয়েন্টি ইনিংস। বিধ্বংসী এই ইনিংসে ম্যাচ সেরা হয়েছেন, দলও সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। এরপর আইসিসি র্যাংকিংয়েও পেয়েছেন সুখবর। উঠেছেন টি-টোয়েন্টির ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে।
গত রবিবার মুম্বাইতে অনুষ্ঠেয় সেই ম্যাচের আগ পর্যন্ত টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাংকিংয়ে ৪০তম অবস্থানে ছিলেন অভিষেক। আজ (বুধবার) আইসিসির সাপ্তাহিক হালনাগাদের পর জানা গেল, ৩৮ ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। র্যাংকিংয়ে বড় এই লাফে তার রেটিং পয়েন্টও ক্যারিয়ার সেরা ৮২৯।
মুম্বাইয়েরর ওয়াংখেড়েতে ১৩৬ রানের ইনিংসে একগাদা রেকর্ড নতুন করে লিখেছেন অভিষেক। ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড তো গড়েছেনই, এক ইনিংসে মেরেছেন সর্বোচ্চ ১৩টি ছক্কাও। ৩৭ বলে সেঞ্চুরি ছুঁয়ে হয়েছেন ভারতের দ্বিতীয় দ্রততম টি-টোয়েন্টি সেঞ্চুরিয়ান। তার এই ইনিংসে ভর করেই টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ও সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৪৭ রানের সংগ্রহ পেয়েছে ভারত।
৮৫৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তিনে ভারতের তিলক ভার্মা, তাকে সরিয়েই দুইয়ে উঠেছেন অভিষেক। চার নম্বরে ইংল্যান্ডের ফিল সল্ট ও পাঁচে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।
সারাবাংলা/জেটি
অভিষেক শর্মা আইসিসি আইসিসি র্যাংকিং ভারত ভারত জাতীয় ক্রিকেট দল