ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ফিল্ডিংয়ে চিটাগং
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৬
খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং কিংস অধিনায়ক মোহাম্মদ মিঠুন। প্রথম কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের বিপক্ষে হারায় সরাসরি ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে বন্দর নগরীর দলটি।
ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে একটি পরিবর্তন এনেছে চিটাগং। হায়দার আলীর বদলে এসেছেন হুসাইন তালাত। এলিমিনেটরে রংপুর রাইডার্সকে হারানো খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ারে নেমেছে অপরিবর্তিত একাদশ নিয়ে। এর আগে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে প্লে অফে এসেছেন মেহেদী হাসান মিরাজরা।
চিটাগং কিংস: খাওয়াজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, হুসাইন তালাত, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো
খুলনা টাইগার্স: মেহেদী হাসান মিরাজ, নাঈম শেখ, আফিফ হোসেন ধ্রুব, শিমরন হেটমায়ার, অ্যালেক্স রস, মাহিদুল ইসলাম অংকন, জেসঅন হোল্ডার, মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুশফিক হাসান।
সারাবাংলা/জেটি