‘যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন’
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৪
তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়ের মতো দেশি তারকারা তো আছেনই। ফরচুন বরিশালের হয়ে খেলে গেছেন শাহীন শাহ আফ্রিদিও। বিদেশিদের মধ্যে ডাভিড মালান, মোহাম্মদ নবী, কাইল মায়ার্সরা খেলছেন নিয়মিত। এক ম্যাচ আগেই পাঁচ উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আলী। এবারের বিপিএলের জন্য ড্রাফট আর সরাসরি চুক্তিতে দেশি-বিদেশি তারকাদের নিয়ে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে বরিশাল। এর ফলটাও বরিশাল পেয়েছে এবারের মৌসুমে। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছেন তামিম-মুশফিকরা।
লিগ পর্বে চিটাগংয়ের বিপক্ষে শেষ ম্যাচ হারলেও টেবিল টপার হয়েই প্লে অফে উঠেছিল বরিশাল। এর আগে দুই ম্যাচ হেরেছিল প্লে অফ থেকে বাদ পড়া রংপুর রাইডার্সের বিপক্ষে। সব মিলিয়ে ১২ ম্যাচে ৯ জয় আর ৩ হারে ১৮ পয়েন্ট ছিল বরিশালের। আসরজুড়ে ধারাবাহিক এই পারফরম্যান্সে টানা দ্বিতীয়বার ফাইনাল নিশ্চিত করার টনিক হিসেবে দলটির কোচ মিজানুর রহমান বাবুল বললেন তাদের টিম বন্ডিং আর চ্যাম্পিয়সনশিপের জন্য লড়াই করার যোগ্য স্কোয়াড বানানোর কথা।
আজ (বুধবার) মিরপুর একাডেমি মাঠে বরিশালের ঐচ্ছিক অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন কোচ বাবুল। টানা দুই ফাইনাল নিশ্চিত করা নিয়ে তিনি বলেন, গত আসরে চ্যাম্পিয়ন হওয়া দলের বেশিরভাগ ক্রিকেটারকে ধরে রাখাতেই এই সাফল্য তাদের। বরিশাল কোচ বলেন, ‘আমাদের যে দলটা চ্যাম্পিয়ন হয়েছিল, ওই দলটা ধরে রাখার চেষ্টা করেছি। তো ফলাফল পাওয়ার কারণ হলো বন্ডিং। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন খেলতে আসে দলের প্রতি একটা ফিলিংস কাজ করে। এই দরদের থেকেই ফল বের হয়। বেশিরভাগ ক্রিকেটার গত আসরে যারা খেলেছে, এবারও তারাই আছে। এটা একটা কারণ ফাইনালে ওঠার।’
সাফল্যের নেপথ্যে বরিশালের শক্তিশালী স্কোয়াডকেও কৃতিত্ব দিলেন বাবুল। কারণ ড্রাফটের পর সবগুলো দল প্রকাশ্যে আসার পরই বলা হচ্ছিল, রংপুর রাইডার্সের সাথে কাগজে কলমে সেরা দল বরিশালেরও। এ নিয়ে বাবুলের ভাষ্য, ‘আমরা যখন দল বানিয়েছি, সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন দল। মিডিয়া বলেছে। ক্রিকেটাররাও বলেছে, আপনাদের তো খেলার দরকার নেই। এভাবে মজা নিয়েছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা দল করেছি। আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই হয়। চ্যাম্পিয়ন হতে পারব কিনা সেটা ৭ তারিখে বোঝা যাবে। তবে আমরা ফাইনালে উঠেছি। আমাদের কম্বিনেশন, টিম বন্ডিং কাজ করেছে। আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে ফাইনাল খেলব। আমরা সেই লক্ষ্যেই এগিয়েছি এবং যেতে পেরেছি।’
আগামী ০৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের। বরিশালের প্রতিপক্ষ হিসেবে আসবে চলতি দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংস-খুলনা টাইগার্সের মধ্যকার জয়ী দল।
সারাবাংলা/জেটি