Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হয় ওরা থাকবে, নয় আমি থাকব: বাটলার

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৯

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের বিদ্রোহী খেলোয়াড় আর কোচ পিটার বাটলারের বিপরীতমুখী বক্তব্য-অবস্থান মিলিয়ে আরও ঘনীভূত হচ্ছে সঙ্কট। সাবিনা খাতুন-মাসুরা পারভীনের মতো সিনিয়র ফুটবলাররা বলে দিয়েছেন, বাটলার কোচের দায়িত্বে থাকলে তারা গণ অবসরে যাবেন। কেন তারা বাটলারকে আর ডাগ আউটে চান না, সেই মর্মে বাফুফেতে চিঠিও দিয়েছেন। এ নিয়ে বাফুফের বিশেষ কমিটি তদন্তও চালিয়ে যাচ্ছে, যার রিপোর্ট জমা দেবে আগামীকাল।

চলমান এই তদন্তের মধ্যেই আজ (বুধবার) বাটলারের বক্তব্যের পর আরও উত্তপ্ত হলো পরিস্থিতি। এই ইংলিশ কোচ জানালেন, নির্দিষ্ট কিছু ফুটবলার দলে থাকলে তিনি আর কোচিং করাবেন না। বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তার ব্যাখ্যা দিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না। আমার বিশ্বাস তারা (বিশেষ কমিটি ) সঠিক সিদ্ধান্ত নেবে। আমার স্পষ্ট কথা, হয় ওরা থাকবে নয়তো আমি, সমঝোতার কোন সুযোগ নেই।’

বিজ্ঞাপন

শোনা যাচ্ছিল, কয়েকজন ফুটবলারকে বাদ দিতে চাচ্ছেন বাটলার। এ নিয়ে তিনি বলেন, ‘আমি কয়েকজনের নাম দিয়েছি, সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া দরকার।’

সারাবাংলা/জেটি