Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মরক্কোর বিপক্ষে পর্তুগাল, স্পেনের প্রতিপক্ষ ইরান


২০ জুন ২০১৮ ১১:২৭ | আপডেট: ২০ জুন ২০১৮ ১২:৪৬

সারাবাংলা ডেস্ক ।।

গ্রুপ ‘বি’র ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। গ্রুপের অন্য ম্যাচে আজ ইরানের বিপক্ষে মাঠে নামবে স্পেন। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচটি।

পর্তুগাল-মরক্কো:

রাশিয়া বিশ্বকাপের শুরুর চমকটা ভালোই দেখিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের পর্তুগাল। এবারের অন্যতম ফেভারিট স্পেনের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিকে ৩-৩ গোলে ড্র দিয়েই আসর শুরু করেছিল তারা। ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ফার্নান্দো সান্তোসের ছাত্ররা।

এবারের বিশ্বকাপ বাছাইপর্ব পার হতে খুব একটা কষ্ট করতে হয়নি পর্তুগালকে। অভিজ্ঞতা ও তারুণ্যে ভরা দলের রক্ষণে পেপে, ব্রুনো আলভেসরা যেমন পোড়খাওয়া, মাঝমাঠ ও আক্রমণে দলের হাল ধরার জন্য আছেন তরুণ আন্দ্রে সিলভা, বার্নার্দো সিলভারা। আর রোনালদো তো আছেনই। প্রথম ম্যাচে দারুণ চমক দেয়ার পর এই ম্যাচে দারুণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে পর্তুগিজরা।

বিশ্বকাপে ৬ বার অংশ নিয়ে ২ বার সেমিফাইনালে ওঠা দলটি এ পর্যন্ত সেরা অর্জন ১৯৬৬ সালে ৩য় স্থানে ওঠা।

অন্যদিকে, আসরের প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে মাঠে নেমে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল মরক্কো। তবে রোনালদোদের পর্তুগালের সামনে মরক্কো দাঁড়াতে পারবে কিনা সেটাই দেখায় বিষয়।

১৯৯৮ সালের পর শেষ অংশ নেয়ার ২০ বছর পর আবারো বিশ্বকাপে ফিরেছে মরক্কো। এবার তাদের বড় ভরসা রক্ষণ। বিশ্বকাপের ৩২টি দলের মধ্যে মরক্কোই একমাত্র দেশ, বাছাইপর্বে যারা কোনো গোল হজম করেনি। আক্রমণ ও রক্ষণে ইউরোপিয়ান লিগে খেলা বেশ কয়েকজন আছেন। তবে জুভেন্টাসের বেনাতিয়ার নেতৃত্বে রক্ষণই তাদের সবচেয়ে বড় ভরসা।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ৪ বার অংশগ্রহণ নেয়া দলটির এখন পর্যন্ত সেরা অর্জন ১৯৮৬ সালের বিশ্বকাপে শেষ ১৬ তে ওঠা।

স্পেন-ইরান:

রাশিয়া বিশ্বকাপের শুরুতেই কিছুটা হোঁচট খেল স্পেন। পর্তুগালের বিপক্ষে মাঠে নেমে ৩-৩ গোলে ড্র করেই আসরের শুরু করেছে রামোস-ইসকোরা।

কাগজে কলমে এই স্পেন অবশ্য বিশ্বকাপের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর মধ্যে একটি। গোলপোস্টের নিচে ডি গিয়া এখনও বিশ্বসেরা। রক্ষণে রামোস,পিকেরা তো আছেনই। মধ্যমাঠে বুস্কেটস, সিলভাদের অভিজ্ঞতার সাথে ইসকো, আসেনসিওরা আজ মাঠে আলো ছড়াতেই পারেন। আর ডিয়েগো কস্তা,আসপাসদের নিয়েই আক্রমণভাগ সাজিয়েছেন স্পেন কোচ।

বিশ্বকাপে ১৪ বার অংশ নিয়ে ২ বার সেমিফাইনাল খেলে ১ বারের শিরোপা জিতেছে স্পেন। এবারও ফেভারিট হিসেবে থাকছে দলটি।

অন্যদিকে, মরক্কোর বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে ৩ পয়েন্ট যোগ করেছে ইরান। এবার স্পেনের বিপক্ষে নিজেদের সেরাটা দিতেই মাঠে নামবে তারা।

এবারের আসরে রক্ষণভাগই ইরানিদের মূল শক্তি। বাছাইপর্বে সবার আগে থেকে যে বিশ্বকাপে উঠেছে, তার মূল অবদান রক্ষণেই। পুরো বাছাইপর্ব মিলে দুই গোল হজম করেছে ইরান, তাদের চেয়ে কম গোল খাওয়ার কীর্তি নেই এশিয়ার আর কোনো দলেরই।

আগের ৪ বার বিশ্বকাপে খেললেও কোনোবারই প্রথম রাউন্ড পার হওয়া হয়ে ওঠেনি তাদের। ২০১৪ বিশ্বকাপের মতো এবারও ইরানিয়ানদের কোচ কার্লোস কুইরোজ। গত ৪ বছরে দলটিকে দেখেছেন কাছ থেকে, তবে এবার দ্বিতীয় রাউন্ডে দলকে তোলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন কোচ।

গ্রুপ ‘বি’ পয়েন্ট টেবিল:

 

সারাবাংলা/এসএন/ এএম

বিজ্ঞাপন

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর