স্পোর্টস ডেস্ক ।।
রাশিয়া বিশ্বকাপের ১৬তম ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী পোল্যান্ডকে হারানোর পর আফ্রিকাসহ পুরো বিশ্ব জুড়েই চলছে সেনেগাল বন্দনা। এর মধ্যে সেনেগালের সমর্থকরা এক অনন্য নজির গড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন।
মঙ্গলবার মস্কোর অতক্রিটিয়ে এরিনায় অনুষ্ঠিত হওয়া ম্যাচ শেষে সকল দর্শক গ্যালারি ছাড়লেও থেকে যান কিছু সেনেগালের সমর্থক। এরপর তারা গ্যালারির যেসব অংশে বসেছিলেন সেসব অংশ পরিষ্কার করেন। এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পরে টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর আগে বিশ্বকাপের গ্রুপ ‘এইচ’ এর ম্যাচটিতে ২-১ গোলের ব্যবধানে জিতে নেয় সেনেগাল।
https://www.youtube.com/watch?v=AmXoF1mcoug
সারাবাংলা/আইই