Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস গড়া হলো না নাঈমের

স্পোর্টস ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১২

৫১১ রান করে আসরের সর্বোচ্চ স্কোরার নাঈম শেখ

বিপিএলের ইতিহাসে নতু্ন রেকর্ড আর গড়া হলো না নাঈম শেখের। থেকে গেল ৪৮ রানের দুরত্ব। বিপিএলের এক মৌসুমের সর্বোচ্চ ৫৫৮ রানের রেকর্ডটা রইল রাইলি রুশোর কাছেই। খুলনা টাইগার্সের নাঈম এবার মৌসুম শেষ করলেন ৫১১ রান নিয়ে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে।

গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের কাছে শেষ বলের রোমাঞ্চে হেরে যাওয়ায় খুলনার সাথে বাঁহাতি এই ওপেনারকেও থামতে হচ্ছে এখানেই। তার দল ফাইনাল নিশ্চিত করতে পারলে আরও একবার ব্যাটিংয়ের সুযোগ পেতেন তিনি।

বিজ্ঞাপন

দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৯ রানের ইনিংস খেলেছেন নাঈম। ২০১৯ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে রুশোর গড়া ৫৫৮ রানে রেকর্ড ভাঙতে তাকে করতে হতো আরও ৪৮ রান। খালেদ আহমেদের বলে বোল্ড হয়ে সেই রেকর্ড থেকে গেল তার অধরা। অবশ্য দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক মৌসুমে ৫০০ বা ততোধিক রানের রেকর্ড গড়েছেন নাঈম। সব মিলিয়ে তালিকায় তৃতীয় তার অবস্থান।

এবারের বিপিএল বেশ দারুণ কেটেছে নাঈমের। একটা সেঞ্চুরির সাথে আছে কয়েকটি ম্যাচ জেতানো ইনিংসও। শটের পরিধি বেড়েছে, বেড়েছে তার স্ট্রাইকরেটও। নিজেই জানিয়েছেন, আলাদা করে কাজ করেছেন নিজের সব টুকিটাকি বিষয়াদি নিয়ে। সেসবেরই ফল পেয়েছেন বিপিএলে।

সারাবাংলা/জেটি

খুলনা টাইগার্স নাঈম শেখ বিপিএল ২০২৫ মোহাম্মদ নাঈম শেখ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর