Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাচ হারের দায় হোল্ডারকে দিলেন মিরাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫২

ফাইনাল খেলা হলো না খুলনা টাইগার্সের

টানটান উত্তেজনায় শেষ বলের রোমাঞ্চে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠল চিটাগং কিংস। অথচ ম্যাচের বেশিরভাগ সময়জুড়েই মনে হচ্ছিল, নিয়ন্ত্রণটা বুঝি খুলনার হাতেই। অন্তত ১৮তম ওভারটা শেষ হওয়ার আগ পর্যন্তও ভালোভাবেই ম্যাচে টিকে ছিল খুলনা। হিসেব বদলে গেল জেসন হোল্ডারের করা সেই ওভারেই। একটি করে চার ও ছক্কায় এই ডানহাতি পেসার ১৩ রান দেয়াতেই ম্যাচ থেকে ছিটকে গেছে খুলনা, এমনটাই মত অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।

বিজ্ঞাপন

দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে উঠতে মুশফিক হাসানের করা শেষ ওভারে জয়ের জন্য ১৫ রান প্রয়োজন ছিল চিটাগংয়ের। চার মেরে ওভার শুরু করেন আরাফাত সানি, দুই বল বল পর আরেকটা চার মেরে ম্যাচ জমিয়ে তোলেন শরীফুল ইসলাম। বাঁহাতি এই ব্যাটার আউট হলে আবারও চড়ে বসে খুলনা। তবে এক ওভার আগে পায়ে চোট পেয়ে মাঠ ছাড়া আলিস ফিরে এলে আবারও জমে ওঠে নাটকীয়তা। শেষ বলে চিটাগংয়ের চাই চার, খুলনার চাওয়া বলটা ডট কিংবা নিদেনপক্ষে বাউন্ডারি হতে না দেওয়া। অফস্টাম্পের বাইরে পিচ করা বলে আলিসের স্কয়ার ড্রাইভে সমীকরণ মিলে গেল চিটাগংয়ের।

বিজ্ঞাপন

তাই এখানেই প্রশ্ন উঠেছে,  এক ওভার বাকি থাকার পরেও কেন হোল্ডারকে বোলিং দেননি মিরাজ।  বিমর্ষ মুখে সংবাদ সম্মেলনে এসে মিরাজ জানালেন, নিজের তৃতীয় ওভারে দুটো বাউন্ডারি হজম করেই গোলমাল পাকিয়েছেন হোল্ডার। ম্যাচটাও সেখানেই ফসকেছে তাদের, ‘পরিকল্পনা যেটা ছিল, হোল্ডার এর আগের ওভার যে বোলিং করেছে; চিটাগংয়ের ১৪ বলে রান লাগতো ৩২। ওখানে এক বলে একটা ছক্কা, একটা চার খেয়ে গেছে। ওখানেই ম্যাচটা অনেকটা ছুটে গেছে। একজন অভিজ্ঞ বোলারের বিপক্ষে ওই মুহূর্তে যদি (প্রতিপক্ষ) বোলাররা ছক্কা-চার মেরে দেয়, তাহলে তো এটা আমাদের দলের জন্য কঠিন।’

অনভিজ্ঞ মুশফিক হাসানের হাতে শেষ ওভারের দায়িত্ব দেয়া নিয়ে মিরাজ বলেন, ‘আমি ওকে দোষ দিচ্ছি না। কারণ ও এ রকম চাপের পরিস্থিতিতে খেলেছে, অনেকদিন ইনজুরিতে ছিল। এভাবে এসেছে, ও ভালো বোলিংই করেছে। শেষ ওভারে এমন চাপের অবস্থা, অনেকদিন পর এসে ম্যাচ খেলা অনেক কঠিন। ওর ওই ওভারটা আমি দোষ দিচ্ছি না। আমার কাছে মনে হয় যে হোল্ডারের ওই দুটি বল অনেক গুরুত্বপূর্ণ ছিল। কারণ তার অনেক অভিজ্ঞতা আছে। সে সব জায়গায় টুর্নামেন্ট খেলে বেড়ায়। আমি ওর কাছ থেকে এটা আশা করি না যে দুই বলে এক ছয়, এক চার খেয়ে যাবে। ওখানেই তো আমাদের খেলা অর্ধেক শেষ হয়ে গেছে।’

সারাবাংলা/জেটি

খুলনা টাইগার্স জেসন হোল্ডার বিপিএল ২০২৫ মেহেদী হাসান মিরাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর