Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ উরুগুয়ের প্রতিপক্ষ সৌদি আরব


২০ জুন ২০১৮ ১১:৫৮ | আপডেট: ২০ জুন ২০১৮ ১২:৪৪

সারাবাংলা ডেস্ক ।।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মিশরের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে পয়েন্ট তালিকায় এগিয়ে আছে উরুগুয়ে। সৌদি আরবের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার (২০ জুন) মাঠে নামছে দুইবারের বিশ্বকাপ শিরোপা জয়ী দলটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

প্রথম ম্যাচে ৩ পয়েন্ট সংগ্রহে অনেকটা এগিয়েই থাকছে উরুগুয়ে।

প্রথম বিশ্বকাপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন ছিল তারাই, প্রথম চারবারের দুবারই শিরোপা উঠেছে তাদের হাতে। এরপর লম্বা একটা সময় বিস্মৃতিতে হারিয়ে যাওয়ার পর উরুগুয়ে আবার ফিরেছে বিশ্বকাপে। সেই অর্থে ঠিক পরাশক্তি বলা যাবে না, তবে নিজেদের দিনে যে কোনো দলকেই বিপদে ফেলার সামর্থ্য আছে সুয়ারেজ-কাভানিদের। বিশ্বের সেরা ফরোয়ার্ডদের দুজনই একসঙ্গে আছেন। অন্য অনেক দলেই যেমন দুজন বিশ্বমানের স্ট্রাইকারকে একসঙ্গে খেলাতে গিয়ে হিমশিম খেয়ে যান কোচরা, উরুগুয়েতে তেমন হয়নি। কাভানি-সুয়ারেজের যুগলবন্দিই তাদের বড় সম্পদ। তবে মধ্যমাঠ ঠিকঠাক খেললে ভালো কিছুর আশা উরুগুয়ে করতেই পারে।

বিশ্বকাপে ১২ বার অংশ নিয়ে ২ ফাইনাল খেলে ২ বারই চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। এবারের আসরের শুরুটা অনেকটা উজ্জ্বলই হয়েছে তাদের।

অন্যদিকে, ২০০৬ সালে সর্বশেষ অংশ নেয়ার পর এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছে সৌদি আরব। সেদিক থেকে উরুগুয়ের চেয়ে যে তারা অনেকটা পিছিয়ে থাকছ, এটাই বলাই যায়।

১৯৯৪ থেকে টানা চার বিশ্বকাপে তারা ছিল নিয়মিত। এরপর এক যুগেরও বিরতির পর সৌদি আরব আবার ফিরছে বিশ্বকাপে। তবে বিশ্বকাপে কতটুকু কী করতে পারবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপে ৪ বার অংশ নিয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠাই ছিল সৌদি আরবের সেরা অর্জন।

গ্রুপ ‘এ’ পয়েন্ট টেবিল: 

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায়
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৫৩

বন্ধুকে দেখতে ছুটে গেলেন শাহরুখ
১৬ জানুয়ারি ২০২৫ ১৭:৪৯

আরো

সম্পর্কিত খবর