Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশি ফ্যানদের গুরুত্ব মেসির ভিডিওতে


২০ জুন ২০১৮ ১৩:৫২ | আপডেট: ২০ জুন ২০১৮ ১৪:৩০

সারাবাংলা ডেস্ক ।।

বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিল তথা লিওনেল মেসি-নেইমারকে নিয়ে ক্রেজ নিয়ে অনেক কথাই হয়। তবে এই বিপুল ভক্ত দলের কথা অজানা নয় আর্জেন্টিনা ও ব্রাজিলেরও। তার প্রমাণ মিলেছে। বাংলাদেশে এরই মধ্যে এসেছেন ব্রাজিলের চার সাংবাদিক। তারা এই ক্রেজ নিয়ে রিপোর্ট করতে কাজ করছেন। ওদিকে লিওনেল মেসি বিশ্বকাপ নিয়ে তার যে ভিডিও করেছেন তাতেও রয়েছে বাংলাদেশে পতাকা তথা কিছু ফুটেজের ব্যবহার।

বিজ্ঞাপন

লিওনেল মেসির অফিসিয়াল  ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে বাংলাদেশ দেখা গেছে। বলা যায়… আর্জেন্টিনাকে বিশেষ করে তাকে নিজেকে ঘিরে বাংলাদেশের মানুষের ভালোবাসাটা ঠিকই টের পেয়েছেন মেসি।

ভিডিওতে পৃথিবীর অংশ থেকে ভক্তদের নানা কাণ্ড-কির্তীর ছবি ও ফুটেজ ব্যবহার করা হয়েছে।  তাতে আর্জেন্টিনার বিশাল একটি পতাকা হাতে বাংলাদেশি ভক্ত-সমর্থকদের দেখানো হয়েছে। আর সে ভিডিওতে এডিট করে বসানো হয়েছে বাংলাদেশের পতাকাও।

ভিডিওটি দেখুন এখানে

এদিকে বাংলাদেশে এই বিশ্বকাপ ক্রেজ তথা ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে মাতামাতির খবর রয়েছে ব্রাজিলের কাছেও। এরই মধ্যে ব্রাজিলের গ্লোবো টেলিভিশনের তিন সাংবাদিক বাংলাদেশে এসেছেন সে নিয়ে নিউজ করতে।

ঢাকাস্থ ব্রাজিলিয়ান দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (২০ জুন) এই সাংবাদিকরা একটি প্রেসকনফারেন্স ডেকেছেন।

https://www.facebook.com/leomessi/videos/2285413758144872/

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

এবারের বাজুস ফেয়ার স্থগিত
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৬

আরো

সম্পর্কিত খবর