Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইনালে তামিমদের সামনে চিটাগংয়ের রানের পাহাড়

স্পোর্টস করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২০

পারভেজ হোসেন ইমন ও খাওয়াজা নাফের ওপেনিং জুটিটা হলো দুর্দান্ত। পরে গ্রাহাম ক্লার্ক খেলেছেন টর্নেডো এক ইনিংস। সব মিলিয়ে একাদশ বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে চিটাগং কিংস।

টস হেরে ব্যাটিং করতে নামা চিটাগং আগে ব্যাটিং করে ১৯৩ রান তুলেছে। বিপিএল ফাইনালে সর্বোচ্চ রানের স্কোর এটা। আগে বিপিএলের ফাইনালে সর্বোচ্চ ১৭৫ রান উঠেছিল। ২০২৩ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্সের ফাইনালে এই রান উঠেছিল।

বিজ্ঞাপন

অর্থাৎ টানা দ্বিতীয় শিরোপা জিততে ইতিহাস গড়তে হবে তামিম ইকবালের ফরচুন বরিশালকে। ফাইনালে চিটাগংয়ের হয়ে পারভেজ হোসেন ইমন ৭৮ রান করে অপরাজিত ছিলেন। খাওয়াজা নাফে ৬৬ ও গ্রাহাম ক্লার্ক ৪৪ রান করেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরে দিনে বাড়তি সুবিধা পাচ্ছিলেন বোলাররা। সেই সুযোগটাই নিতে চেয়েছেন তামিম।

কিন্তু চিটাগংয়ের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমন তামিমের এই পরিকল্পনাকে দুমড়ে-মুচড়ে দিয়েছেন। শুরু থেকেই মেরে খেলেছেন ইমন। পাকিস্তানি ব্যাটার খাওয়াজা নাফি তাকে সঙ্গ দিয়েছেন দারুণভাবে। ১২.৪ ওভারে গিয়ে ভেঙেছে চিটাগংয়ের ওপেনিং জুটি। তার আগে ১২১ রান তুলেছেন দুজন।

খাওয়াজা ৪৪ বলে ৭টি চার ৩টি ছয়ে ৬৬ রান করে ফিরলে এই জুটি ভাঙে। ফর্মে থাকা গ্রাহাম ক্লার্ক তিনে নেমে খাওয়াজার বিদায়টা বুঝতেই দেননি! ক্রিজে নেমেই মেরে খেলেছেন ইংলিশ ব্যাটার। হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন ব্যাটিংয়ে। সেই চোট নিয়ে দৌড়াতে পারছিলেন না বলেই রান আউট হয়েছেন। তার আগে ২৩ বলে ২টি চার ৩টি ছয়ে ৪৪ রান করেছেন ক্লার্ক।

বিজ্ঞাপন

ইমন অপরাজিত ছিলেন শেষ অবদি। ৪৯ বল খেলে ৬টি চার ৪টি ছয়ে ৭৮ রান করে অপরাজিত ছিলেন। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রানে থেমেছে চিটাগং। বরিশালের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ইবাদত হোসেন ও মোহাম্মদ আলি।

সারাবাংলা/এসএইচএস

বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

সরকারি মেডিকেলে ভর্তির সময় বাড়ল
৭ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২২

আরো

সম্পর্কিত খবর