মাশরাফি-ইমরুলের পর বিপিএল ইতিহাসে তামিমের নাম
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩৬ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩২
কীর্তিটা এতদিন ছিল শুধু মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েসের। অধিনায়ক হিসেবে টানা দুটি বিপিএল শিরোপা জিতেছিলেন কেবল এই দুজনই। অবশ্য জিতেছিলেন লিখতে হচ্ছে তামিম ইকবালের জন্য। এবারের বিপিএলের ফাইনালে চিটাগং কিংসকে তিন উইকেটে হারিয়ে টানা দুইবার বিপিএলের ট্রফি উঁচিয়ে ধরল ফরচুন বরিশাল, তামিমের নেতৃত্বেই। তাই টানা দুইবার বিপিএলের শিরোপা জেতা অধিনায়ক এখন তিনজন। মাশরাফি, ইমরুল ও তামিম।
গত মৌসুমের বিপিএলে তামিমের অধীনে দারুণ সাফল্য পেয়েছিল বরিশাল। ফাইনালে হারিয়েছিলে বিপিএল ইতিহাসের সেরা দল, চারবার শিরোপা জেতা কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে। সেবার অবশ্য ধুঁকতে ধুঁকতে ফাইনালে উঠেছিলেন তামিমরা। এবারের পারফরম্যান্স আবার সম্পূর্ণ উল্টো। পুরো টুর্নামেন্টে হেরেছে কেবল তিন ম্যাচ। তিন ম্যাচ হারলেও ঠিকই টেবিল টপার হয়ে প্লে অফে উঠে ফাইনাল নিশ্চিত করেন তামিমরা। আর ফাইনালের সমীকরণ তো মিললই আজ।
মাশরাফি অবশ্য ইমরুল ও তামিমের চেয়ে এগিয়ে আছেন অধিনায়ক হিসেবে। টানা তিনবার বিপিএল জেতা অধিনায়কের তালিকা করলে সেখানে একচ্ছত্র আধিপত্য তার। প্রথম দুইবার জিতেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। তার টানা তৃতীয় শিরোপাটা এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। অবশ্য অধিনায়ক হিসেবে সর্বশেষ বিপিএল জিতেছেন ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে। সব মিলিয়ে বিপিএলের সেরা অধিনায়কের মুকুট ওই মাশরাফির মাথাতেই শোভা পাচ্ছে।
ইমরুল কায়েসও মোট তিনটা বিপিএল জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। যেখানে অবদান আছে তামিমেরও। ২০১৯ সালের আসরে অধিনায়ক হিসেবে প্রথম বিপিএল জেতেন ইমরুল। সেবারের ফাইনালে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে জিতিয়েছিলেন তামিম। এরপর দুই মৌসুম জিততে না পারলেও ইমরুলের নেতৃত্বে পরপর ২০২২ ও ২০২৩ সালের শিরোপা ঘরে তোলে কুমিল্লা,।
সারাবাংলা/জেটি
ইমরুল কায়েস তামিম ইকবাল বিপিএল ২০২৫ মাশরাফি বিন মুর্তজা সাকিব আল হাসান