Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন বরিশাল আড়াই কোটি, বাকিরা কে কত পেল?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:০৫

চ্যাম্পিয়ন হয়ে আড়াই কোটি টাকা পেল ফরচুন বরিশাল

শেষ হলো এবারের বিপিএলের দীর্ঘ ৪০ দিনের মাঠের লড়াই। ৪৬ ম্যাচে ৭ দলের লড়াই শেষে বিপিএলের স্বর্ণালি শিরোপাটা গেল ফরচুন বরিশালের ট্রফি ক্যাবিনেটে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চিটাগং কিংসকে তিন উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি উঁচিয়ে ধরল দলটা। আগের আসরে চ্যাম্পিয়ন হয়ে ২ কোটি টাকা প্রাইজমানি পেলেও এবার ৫০ লাখ টাকা বেশি পেয়েছেন তামিম ইকবালরা।  রানার আপ হয়ে চিটাগং কিংস একটা ট্রফির সাথে পেয়েছে  ১ কোটি ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার।

বিজ্ঞাপন

বিসিবি আগেরদিনই আনুষ্ঠানিক ঘোষণায় জানায়, প্রথমবারের মতো অর্থ পুরস্কার বরাদ্দ হচ্ছে প্লে অফ খেলা দলগুলো্র জন্য। তৃতীয় ও চতুর্থ দল হিসেবে যথাক্রমে ৬০ লাখ ও ৪০ লাখ টাকা পেয়েছে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। সব মিলিয়ে এবার বিপিএলের প্রাইজমানি বেড়েছে ২ কোটি ৩ লাখ টাকা।

আসরের সেরা উদীয়মান ক্রিকেটার হয়ে ৩ লাখ টাকা পেয়েছেন তানজিদ হাসান তামিম, সেরা ফিল্ডার মুশফিকুর রহিমও পেয়েছেন একই পরিমাণ অর্থ পুরস্কার। ৫ লাখ টাকা করে পুরস্কার পেয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ এবং সর্বোচ্চ উইকেট শিকারি তাসকিন আহমেদ।

সারাবাংলা/জেটি

তামিম ইকবাল ফরচুন বরিশাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৯

আলিসের অভাবেই ডুবল চিটাগং কিংস?
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৭

আরো

সম্পর্কিত খবর