Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলিসের অভাবেই ডুবল চিটাগং কিংস?

স্পোর্টস করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৭

চিটাগং কিংস দলের সকল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ ও সত্ত্বাধিকারী

এক যুগ পর বিপিএলে ফিরেই ফাইনালে চিটাগং কিংস। অথচ টুর্নামেন্ট শুরুর আগে কেউ ভাবেনি এই দলটা ফাইনাল দূর, প্লে অফের বাধাও পেরোতে পারবে বলে। তাদের হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জেতা ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালও সংবাদ সম্মেলনে এসে বললেন, তিনিও ভাবেননি চিটাগং কিংস এত দূরের পথ পাড়ি দেবে। স্কোয়াডের সীমাবদ্ধতা থাকলেও সেটা নিয়েই সবাইকে ভুল প্রমাণ করে ফাইনাল খেলল দলটা। তবে ভাগ্যের শিকে ছেড়েনি এবারও। সর্বশেষ ২০১৩ সালের আসরেও থামতে হয়েছিল রানার আপ হয়েই।

বিজ্ঞাপন

এক যুগ আগের আফসোস না হয় এতদিনে মিলিয়ে গেছে হাওয়ায়। তাহলে এবারের ভুলটা কোথায় হলো? কেন শেষ লাইনটা পেরিয়ে যেতে পারল না চিটাগং? মন খারাপ নিয়ে সংবাদ সম্মেলনে এসে পেসার খালেদ আহমেদ বললেন স্পিনার আলিস আল ইসলামের না থাকার কথা।

খুলনা টাইগার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে শেষ বলে চার মেরে দলকে ফাইনালে তুলেছেন আলিস। কিন্তু এর আগে রান নিতে গিয়ে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়ে উঠেও গিয়েছিলেন রিটায়ার্ড হার্ট হয়ে। তবে দলের প্রয়োজনে এক পায়ে দাঁড়িয়েই জেতালেন নায়কের মতো। সেদিন ম্যাচ সেরা হলেও সংবাদ সম্মেলনে আসতে পারেননি, ড্রেসিংরুমে ঢুকেই ফুলে ওঠা পায়ে রেখেছিলেন একগাদা বরফ। সেই চোটটাই যে কাল হবে আলিস আর চিটাগংয়ের জন্য, তা আর কে জানত! চোট না সারায় ফাইনালে খেলতে পারেননি তিনি। তার বদলে একাদশে আসেন অলরাউন্ডার নাঈম ইসলাম। যিনি আজ দুই ওভার বল করে দিয়েছেন ১৮ রান, পাননি কোনো উইকেট।

আলিসের সেই অভাবটা নাঈম পূরণ করতে পারেননি। কারণ আলিস থাকা মানেই পাওয়ারপ্লেতে প্রতিপক্ষকে চেপে ধরা বোলিংয়ের নিশ্চয়তা। আসরজুড়ে তার চার ওভার বেশ দেখেশুনেই খেলেছেন বাকি দলগুলোর ব্যাটাররা। আজ তামিমের ঝড়ো ব্যাটিংয়ে বিনা উইকেটে ৫৭ রান তুলেছিল বরিশাল।  সেই আফসোস ঝরল খালেদের কণ্ঠেও।

ডানহাতি এই পেসার বলেন, ‘দিন শেষে আমরা ম্যাচ হেরে গেছি। এখানে কাউকে দোষ দেব না যে রান হয়নি বা অত হওয়া উচিত ছিল। তবে এই রানও আমাদের ডিফেন্ড করা উচিত ছিল। দেখেন আমাদের একটা বড় ক্ষতি হয়ে গেল যে আলিস খেলতে পারেনি। ও খেলতে পারলে হয়তো সিনারিওটা অন্যরকম হতো। আমার কাছে মনে হয়, ওকে আমরা পাওয়ারপ্লেতে মিস করেছি। পাওয়ার প্লেতে বরিশালের রান হয়ে গেছে। আলিস থাকলে হয়তো নাও হতে পারতো। আমি বিশ্বাস করি না যে রান কম হয়ে গেছে। আমার মতে, যথেষ্ট রান ছিল বোর্ডে। আমরা ডেলিভার করতে পারিনি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেটি

আলিস আল ইসলাম খালেদ আহমেদ চিটাগং কিংস তামিম ইকবাল বিপিএল ২০২৫

বিজ্ঞাপন

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৯

আলিসের অভাবেই ডুবল চিটাগং কিংস?
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০১:২৭

আরো

সম্পর্কিত খবর